বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অভিষেক চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন, কয়েকদিন কেটেও গেল। কিন্তু এখনও তাঁকে ভুলতে পারছেন না প্রিয়জন থেকে সহকর্মী, বন্ধুরা। তাঁর আকস্মিক চলে যাওয়া এখনও কেউ মেনে নিতে পারছেন না। সদা হাস্য মানুষটা এভাবে সবকিছু, সবাইকে পিছনে ফেলে চলে গেছেন। অভিষেক চট্টোপাধ্যায়ের শেষ ছবি ‘পঞ্চভূত’। সেই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক চট্টোপাধ্যায়। অভিষেক নেই, তাঁর হয়ে এই সম্মান গ্রহণ করলেন তাঁর মেয়ে সাইনা চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতার আদরের ‘ডল’।
‘পঞ্চভূত’ ছবির পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। এই ছবি ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ‘পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা। সেই পুরস্কারই অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনার হাতে তুলে দিলেন পরিচালক।
অভিনেতার স্ত্রী সংযুক্তা সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ছবিতে কীসব সংলাপ! যা শুনে আপনাদের গায়ে কাঁটা দেবে। সংলাপে রয়েছে মৃত্যুর কথা, আত্মার কথা। মনে হল ও সবই জানত।’ তিনি লেখেন, ‘অভিষেক সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে, এই খবর আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আমার জীবনের প্রতিটি মুহূর্তে ও রয়েছে। অভিষেকের মোবাইলে অন্য একজনের নম্বর খুঁজতে গিয়েই হঠাৎই রানাদাকে ফোন করি। আমি জানতামও না ওর শেষ ছবি রানা পরিচালনা করেছে। তখনই উনি আমায় ওই ছবি ও পুরস্কারের কথা জানান। সবটাই অলৌকিকভাবে ঘটে।’
আপনার মতামত লিখুন :