শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

Sandhya Mukhopadhyay: প্রথম গান কবে? কবে পেয়েছিলেন বঙ্গবিভূষণ? জানুন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরে বাঁধা জীবনসূচী

মৌসুমী মোদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১১:৩৮ এএম | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:০৮ পিএম

Sandhya Mukhopadhyay: প্রথম গান কবে? কবে পেয়েছিলেন বঙ্গবিভূষণ? জানুন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরে বাঁধা জীবনসূচী
প্রথম গান কবে? কবে পেয়েছিলেন বঙ্গবিভূষণ? জানুন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুরে বাঁধা জীবনসূচী

ফের এক নক্ষত্রপতন। সকলে কাঁদিয়ে, মঙ্গলবার সন্ধ্যাতেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বিগত বেশ কিছুদিনের অসুস্থতার পর অবশেষে ৯০ বছরে এসে থমকে গেল তাঁর গীতিময় জীবন। যে হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন শিল্পী। তাঁর মৃত্যুতে যেন একটা যুগের অবসান হল।

১৯৩১ সালের অক্টোবর ৪,  কলকাতার ঢাকুরিয়ায় জন্ম হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ছয় ভাইবোনের মধ্যে তিনিই ছিলেন কনিষ্ঠা। বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন রেলের অফিসার। মা হেমপ্রভা দেবী ছিলেন গৃহবধূ। গান গাওয়ার শুরু একেবারে ছেলেবেলা থেকেই। পণ্ডিত সন্তোষকুমার বসু, এটি কানন, চিন্ময় লাহিড়ির থেকে তালিম পেয়েছিলেন তিনি।  মাত্র ২ বছর বয়সে জীবনের প্রথম গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন সন্ধ্যা। সঙ্গীতের জগতে নিজের শিকড় বিছিয়ে বসার সেই শুরু। এরপর সুদীর্ঘ কেরিয়ারে গেয়েছেন একের পর এক গান। দিয়েছেন নামী সব হিট। যা মানুষের হৃদয়ে চিরবিরাজমান।
এবার ফিরে দেখা যাক গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গীতিময় সেই জীবনের কিছু ঝলক-

প্রথম গান ১৯৩৩ সালে মাত্র ২ বছর বয়সে। কলকাতা আকাশবাণীর ‘গল্পদাদুর আসর’-এ গীতিকার অজয় ভট্টাচার্যের লেখা একটি গান গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 
১৯৪৩ সালে ১২ বছর বয়সে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স আয়োজিত সঙ্গীত প্রতিযোগিতায় ভজন বিভাগে প্রথম স্থান। 
১৯৪৫ সালে ১৩ বছর ১০ মাস বয়সে এইচএমভি থেকে প্রকাশিত প্রথম বেসিক রেকর্ড। গানগুলির কথা ও সুর ছিল গিরিন চক্রবর্তীর।
১৯৪৭ সালে প্রথমবার বাংলা ছবিতে প্লেব্যাক। ছবির নাম ছিল ‘অঞ্জনগড়‍‍` আর সঙ্গীত পরিচালক ছিলেন কিংবদন্তি রাইচাঁদ বড়াল।
১৯৫০ সালে প্রথমবারের মতো হিন্দি ছবির প্লেব্যাকের জন্য মুম্বই যাত্রা।
১৯৫১ সালে মুম্বইয়ে ‘তারানা’ ছবিতে প্রথম প্লেব্যাকের সুযোগ। সুরকার ছিলেন অনিল বিশ্বাস।
১৯৫২ সালে কলকাতায় ফিরে আসাএ পর ১৯৬৬ সালে কবি ও গীতিকার শ্যামল গুপ্তের সঙ্গে বিবাহ।
১৯৬৫ সালে ‍‍`দীপের শিখা‍‍` ছবিতে গাওয়া গানের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড-এ ‍‍`সেরা গায়িকা‍‍`-র সম্মান।
১৯৭১ সালে জয় জয়ন্তী ছবির ‍‍`আমাদের ছুটি ছুটি‍‍` গানের প্রথম জাতীয় পুরস্কার লাভ।
১৯৭২ সালে সেই ‍‍`জয় জয়ন্তী‍‍` ছবির জন্যই দ্বিতীয়বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড-এ ‍‍`সেরা গায়িকা‍‍`র সম্মান।
১৯৯৯ সালে পেয়েছিলেন ভারত নির্মাণ অ্যাওয়ার্ড।
২০১১ সালে বঙ্গ বিভূষণ সম্মান। 
২০২২ সালে পদ্মশ্রী সম্মান নিতে অস্বীকার করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এর কিছুদিন পরই ফেব্রুয়ারির ১৫ তারিখ, অমৃতলোকের পথে পাড়ি দিলেন কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী।