তারা বলিউডের অন্যতম পাওয়ার কাপল কাজল ও অজয় দেবগনে। দুই ছেলে-মেয়েকে নিয়ে ভরা সংসার যাকে বলে। এবং যথেষ্ট সুখী পরিবার বলেই তারা বলিউডে পরিচিত। যদিও বলিউডের এই দুই তারকা যখন দম্পতিতে পরিণত হন তখন কিন্তু কাকপক্ষীও টের পায়নি। এতটাই গোপনে বিয়ে সেরে ছিলেন তারা। মিডিয়া জানতেই পারেনি কখন তাদের বিয়ে হয়ে গেল। হ্যাঁ কথা বলছি বলিউড অভিনেত্রী কাজল এবং অভিনেতা অজয় দেবগনের।
যদিও বিয়ে একপ্রকার গোপনে সারলেও পরবর্তীতে নিজেদের সংসারিক জীবন নিয়ে বহু জায়গাতেই বহু কথা বলেছেন দুজনেই। দুই তারকার জীবনেই তাদের সন্তানরাই তাদের কাছে প্রায়োরিটি। এমন কি সংসার সামলানোর জন্য কাজল কিছু ক্ষেত্রে নিজের কেরিয়ারের সঙ্গেও স্যাক্রিফাইস করেছেন।
![](https://www.bongnews24x7.com/wp-content/uploads/2025/02/132510-kajol-000.jpg)
অজয়, কাজল প্রেম করে বিয়ে করলেও কাজল কিন্তু নিজের স্বামীর এক বন্ধুর প্রেমের রীতিমতো পাগল ছিলেন। অবশ্যই বিয়ের আগে সেই প্রেমে পড়েছিলেন তিনি। এমন কি সেই বন্ধুকে ইমপ্রেস করার জন্য অজয়ের থেকে বিভিন্ন টিপসও নিতেন নায়িকা। জানেন কি সেই বিশেষ ব্যক্তি কে?
তিনিও কিন্তু অজয় দেবগনের মতোই আরও এক বলিউডি সুপারস্টার। তিনি অভিনেত্রী টুইংকেল খান্নার স্বামী তথা অভিনেতা অক্ষয় কুমার। বলিউডের খিলাড়ি নামেই যিনি বেশি পরিচিত। অক্ষয় এবং অজয় দুজনে বলিউডে একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। জানা যায় অক্ষয় কুমার নাকি যখন প্রথম বলিউডে আসেন তখনই তার ওপর বিরাট ক্রাশ খেয়েছিলেন কাজল।
বর্তমানে স্বামী স্ত্রী হলেও তখন কাজলের বেস্ট ফ্রেন্ড ছিলেন অজয়। আর তাকি নিজের ক্রাশ সম্পর্কে জানিয়েছিলেন কাজল। যদিও বিশেষ বান্ধবীর এই সমস্ত প্রেম ভালোলাগার কথা শুনতে শুনতে কখন যে তাদের দুজনের প্রেম হয়ে গেছে তা ধরতেও পারেননি তারা। আর তাই কাজলের অক্ষয়ের প্রতি ভালোলাগা শুধু থেকে গেছে ভালো লাগাতেই।