বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে রাজ্যে করোনা পরিস্থিতি। রেকর্ড ভাঙছে প্রতিদিন, নয়া রেকর্ড গড়ছে করোনা। সেই একইভাবে, এবারও ফের নয়া রেকর্ড সৃষ্টি হল। একদিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ২০৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতাতেই মৃত্যু হয়েছে ২২ জনের। মৃত্যুর নিরিখে রাজ্যে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬ জনের। আবার অষ্টম দফার ভোটের আগে, বীরভূমে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ জনের। উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও।
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২১। সংক্রমণের নিরিখেও প্রথম স্থানে রয়েছে কলকাতা। আর দ্বিতীয় স্থানে আবারও উত্তর ২৪ পরগণা। একদিনে উত্তর ২৪ পরগণায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭৮ জন।
অন্যদিকে, হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৯৫৫ জন। হাওড়ায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। বীরভূমে একদিনে আক্রান্ত হয়েছে ৭৮২ জন। দার্জিলিং-এ একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও, জলপাইগুড়িতে একদিনে আক্রান্ত ২৪২, আর ৫ জনের মৃত্যু। একদিনে ৬৯০ জন সংক্রমিত হয়েছেন নদিয়ায়। জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯৩ হাজার ৫৫২। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ১৫৯। গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাস্ত করে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৩ জন। সুস্থতার হার ৮৫.২৬ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩১ হাজার ১৪৬। রাজ্যে অ্যাক্টিভ বেড়ে হয়েছে ৫ হাজার ১৯৭। মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৫ হাজার ৮১২।
উল্লেখ্য, এদিন করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কল্পবিজ্ঞান, রহস্য রোমাঞ্চ থ্রিলারের জনপ্রিয় লেখক অনীশ দেব। গত ২১ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে ৭টা ২০ নাগাদ পার্ক সার্কাসের কাছে এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।