শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

জ্বালানীর মূল্যবৃদ্ধি অব্যাহত! ৯ দিনে ৮ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কোথায় কত?

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ১০:৪৪ এএম | আপডেট: মার্চ ৩০, ২০২২, ০৪:৪৪ পিএম

জ্বালানীর মূল্যবৃদ্ধি অব্যাহত! ৯ দিনে ৮ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কোথায় কত?
জ্বালানীর মূল্যবৃদ্ধি অব্যাহত! ৯ দিনে ৮ বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কোথায় কত? / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে জ্বালানীর মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত। বুধবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে ৯ দিনে ৮ বারে মোট ৫.৬০ টাকা বাড়ল লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম। সেই সঙ্গে চলতি বছরে প্রথম শহর হিসেবে মুম্বইয়ে ডিজেলের মূল্য সেঞ্চুরি হাঁকাল। এদিকে, জ্বালানীর এই মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। লাগাতার জ্বালানীর দাম বাড়ায়, মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

বুধবার ফের ৮০ পয়সা করে লিটার প্রতি দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। দিল্লিতে পেট্রোল এই মুহূর্তে সেঞ্চুরি পার করেছে। দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০১.০১ টাকা। আর ডিজেল লিটার প্রতি বেড়ে হয়েছে ৯২.২৭ টাকা। কলকাতায় আবার পেট্রোলের দাম সব রেকর্ড ভেঙে দিয়েছে। বুধবার কলকাতা শহরে পেট্রোলের দাম ১১০.৫২ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫.৪২ টাকা। চেন্নাইতে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০৬.৬৯ টাকা এবং ডিজেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৬.৭৬ টাকা। এছাড়া বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ১১৫.৮৮ টাকা এবং ১০০.১০ টাকা। 

প্রসঙ্গত গত বছর ২ নভেম্বর শেষবার দেশব্যাপী বেড়েছিল জ্বালানীর দাম। ২১ সালের শেষ দিকে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দামের জের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছিল। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলির উপহার হিসেবে পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেল ১০ টাকা শুল্ক কমায়। এর ফলে একধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম অনেকটাই কমে যায়। এরপর প্রধানমন্ত্রীর পথ অনুসরণ করে কয়েকটি বিজেপিশাসিত রাজ্যও কর কমায়। এতে চাপে পড়ে কয়েকটি অবিজেপিশাসিত রাজ্যও করের বোঝা কমাতে বাধ্য হয়। এতে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হয়। পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে। 

যদিও বাংলার তৃণমূলশাসিত সরকার পেট্রোল-ডিজেলের উপর কর কমায়নি। কিন্তু সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ পেতেই ফের বাড়তে শুরু করে পেট্রোল- ডিজেলের দাম। শুধু পেট্রোল ডিজেলেই নয়, বেড়েছে রান্নার গ্যাসেরও দাম। এদিকে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। যার প্রভাব ভারতেও পড়তে শুরু করেছে। এই কারণেই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলি বলছে, অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছে। অনুমান করা হচ্ছে যে, আগামী দিনেও এই দাম বাড়ার ধারা জারি থাকবে। এর জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়তে চলেছে। তবে, ইচ্ছে করলে সরকার কর কমিয়ে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে মানুষকে। 

জ্বালানীর এই লাগাতার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানীর দাম বেড়েছে। দুই দেশ সংঘর্ষে জড়ালেও বিভিন্ন দেশে তার প্রভাব পড়েছে। এই যুদ্ধের কারণেই জ্বালানীর দাম বেড়েছে। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করতে চলেছে সরকার বলেও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।