শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কোনওভাবেই পরিবর্তিত হচ্ছে না ভারতীয় মুদ্রা নোটের ছবি! কী জানাচ্ছে RBI?

চৈত্রী আদক

প্রকাশিত: জুন ৬, ২০২২, ০৫:২৯ পিএম | আপডেট: জুন ৬, ২০২২, ১১:২৯ পিএম

কোনওভাবেই পরিবর্তিত হচ্ছে না ভারতীয় মুদ্রা নোটের ছবি! কী জানাচ্ছে RBI?
কোনওভাবেই পরিবর্তিত হচ্ছে না ভারতীয় মুদ্রা নোটের ছবি! কী জানাচ্ছে RBI?

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ভারতীয় মুদ্রা নোটের ছবি পরিবর্তিত হতে পারে। তবে এই জল্পনায় সিলমোহর দিল না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবারই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে আরবিআই (RBI)।

বিজ্ঞপ্তির মাধ্যমে আরবিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতীয় মুদ্রা নোটে কোনওরকম ছবি পরিবর্তিত হচ্ছে না। বেশকিছু সংবাদমাধ্যম তাদের রিপোর্টে দাবি করছিল, নোটে মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে অন্য কোনও ছবি ছাপানো হবে। তবে এমন কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আরবিআই।

ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর ছবি পরিবর্তনের বিষয়টি বেশ কিছু সূত্র মারফত প্রকাশ্যে আসে। সেই সূত্রে জানানো হয়, নোটে মহাত্মা গান্ধীর সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামেরও ছবি রাখার পরিকল্পনা করছে অর্থমন্ত্রক ও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

এর আগেও বহুবার এই নিয়ে জল্পনা হয়। ভারতীয় মুদ্রা নোটে জাতির জনক মহাত্মা গান্ধীর জলছবি বা ওয়াটারমার্ক রাতারাতি বদলে যাবে, এমনটাই খবর চাউর হয়। সম্প্রতি আবারও সেই জল্পনা বাড়তে থাকে নতুন করে। কিন্তু এই ওয়াটারমার্ক দীর্ঘদিনের। তাই আপাতত জলছবি কোনওভাবেই পরিবর্তিত হবে না, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে সরব হয় বিরোধীরা। সোমবার এই নিয়ে ট্যুইট করেন সাংসদ সুখেন্দুশেখর রায়। লেখেন, এই বছর রাজা রামমোহন রায়, শ্রী অরবিন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসু-র মত ভারতীয় বীরের কারুর ২০০ বছর, কারুর ১৫০ অথবা কারুর ১২৫ বছর পূর্তি হল। তিনি প্রশ্ন তোলেন, তবে কি ভারতীয় মুদ্রা নোটে এই তিন বীরের ছবিও প্রাধান্য পাবে?