বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গ্যাসের দাম আকাশছোঁয়া। এদিকে, কোথাও গ্যাসের ভর্তুকি মিলছে না, কোথাও আবার মিলছে তবে তা নামমাত্র। সম্প্রতি চাপের মুখে পড়ে শুধুমাত্র গরিব গ্রাহক, যারা উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক, যাঁদের নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা, তাঁদেরই বছরে ১২ গ্যাসে ২০০ টাকা ছাড় দিয়েছে কেন্দ্রের মোদী সরকার।
আর অন্যান্যদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়েই চলেছে। ফলে কার্যত কোণঠাসা মধ্যবিত্তরা। প্রতি সিলিন্ডারে হাজার টাকার বেশি গুনতে গিয়ে তাঁরা বিপর্যস্ত। এদিকে, মিলছে ঠিকভাবে ভর্তুকিও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রের পক্ষ থেকে ভর্তুকি না দেওয়ার পক্ষে সওয়াল করা হয়। তাহলে কি এবার থেকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার দিন শেষ হতে চলেছে পুরোপুরি?
তেল মন্ত্রকের সচিব পঙ্কজ জৈনের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে। সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে তেল মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন জানিয়েছেন, রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি পাবেন ৯ কোটি এলপিজি গ্রাহক। এই ৯ কোটি গ্রাহক আসলে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা। বাকিদের বাজার দরেই সিলিন্ডার কিনতে হবে। ফলে নয়া আশঙ্কায় প্রমাদ গুনছে আমজনতা। বৃহস্পতিবার পঙ্কজ জৈন জানিয়েছেন, ২০২০ সালের জুন মাসের পর থেকেই এলপিজি-তে ভর্তুকি দেওয়া কমিয়ে দেওয়া হয়েছে।
মে মাসে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের উদ্দেশে এক ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২১ মে তিনি জানিয়েছিলেন, গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা। বছরে ১২ টি সিলিন্ডারে এই ভর্তুকি পাবেন তাঁরা। তাঁর মানে এই নয় যে, কম দামে উজ্জ্বলা গ্রাহকদের সিলিন্ডার কিনতে হবে। উজ্জ্বলা যোজনায় সুবিধাপ্রাপ্ত গ্রাহকদেরও বাজারের দামেই সিলিন্ডার কিনতে হবে। পড়ে গ্রাহকেরা ২০০ টাকা নিজেদের অ্যাকাউন্টে ভর্তুকি পাবেন।
বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ১০২৯ টাকা। সেই দামেই গ্যাস কিনতে হবে প্রত্যেক গ্রাহককে। এর মধ্যে যারা উজ্জ্বলা যোজনার গ্যাসের গ্রাহক, তাঁরাই শুধু পড়ে ২০০ টাকা ভর্তুকি পাবেন। বৃহস্পতিবার উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, ‘বরাবরের জন্য ভর্তুকি চালু থাকবে এবং বাড়বে, ভর্তুকির সংজ্ঞা এমন নয়। সেই অনুযায়ী, তা আদতে ধাপে ধাপে কমে আসা উচিত।’ এরপরই পঙ্কজ জৈন দাবি করেছেন, ২০২০ সালের জুন থেকেই রান্নার গ্যাসের গ্রাহকদের আর কোনও ভর্তুকি দেওয়া হয় না। শুধু তা চালু উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে।
উল্লেখ্য, কেন্দ্র ধীরে ধীরে কেন্দ্র পেট্রল, ডিজেল, কেরোসিনে ভর্তুকি কমাচ্ছে। যদিও এখনও সরকারিভাবে এলপিজি সিলিন্ডারের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়নি। গত এক বছরে ১০৩ টাকা দাম বেড়েছে এল পি জি সিলিন্ডারের। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরেও দেশিয় বাজারে গ্যাসের সিলিন্ডারের দাম ততোটা বাড়ানো হয়নি। উল্লেখ্য, বর্তমানে সাধারণ সিলিন্ডারে যে পরিমাণ ভর্তুকি পাওয়া যাচ্ছে, তাতে কতোটা লাভ হচ্ছে সে বিষয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যাচ্ছে মাত্র ১৯ টাকা ৫৭ পয়সা।
আপনার মতামত লিখুন :