শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বড় ঘোষণা IRCTC-র! রাজ্যের এই স্টেশন থেকে লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল

আত্রেয়ী সেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৬:০৩ পিএম | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৬:৩৩ পিএম

বড় ঘোষণা IRCTC-র! রাজ্যের এই স্টেশন থেকে লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল
বড় ঘোষণা IRCTC-র! রাজ্যের এই স্টেশন থেকে লোকাল-সহ একাধিক ট্রেন বাতিল / প্রতীকী ছবি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রেলের পক্ষ থেকে বড় ঘোষণা করা হল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আজ ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ, আজ ৩০০-র বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

রেল মানুষের যাতায়াতের একটা অন্যতম মাধ্যম। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই রেলেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন, অতি অল্প ভাড়ায়। কিন্তু আজ সপ্তাহের প্রথম দিনেই একসঙ্গে এতোগুলি ট্রেন বাতিল হওয়ার জেরে স্বাভাবিকভাবেই যে অসুবিধার মুখে পড়বেন দেশের বহু মানুষ সে বিষয়ে কোনও সন্দেহই নেই।  

উল্লেখ্য, ভারতীয় রেল প্রতিদিনই যেসব ট্রেন বাতিল হয়, তা জানিয়ে দেয়। আজও তার অন্যথা হয়নি। সকাল সাড়ে আটটা নাগাদ এই আপডেট দেওয়া হয়েছে IRCTC-র পক্ষ থেকে। তবে, বেশ কয়েকদিন ধরেই রেলের পক্ষ থেকে পরের পর ট্রেন বাতিল করা হচ্ছে। অবশ্য এর পিছনে নানা কারণ রয়েছে। যার জন্যই এই সিদ্ধান্ত। এর মধ্যে একটা হল শীতকালীন আবহাওয়া। পাশাপাশি লাইনে কাজ হওয়ার দরুন বিভিন্ন সময়ে নানা ট্রেন বাতিল করতে হয়েছে। আবার এর মধ্যেই গত মাসেই পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে রেল দুর্ঘটনাও ঘটেছে। এই দুর্ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে। এর জেরে আরও সতর্ক হয়েছে রেল। সেই জন্যই বিভিন্ন সময়ে ট্রেন বাতিল করতে হয়েছে। 

আজ যে ট্রেনগুলি বাতিল হয়েছে তার মধ্যে বেশিরভাগই মূলত উত্তর ভারতের। এই ট্রেনগুলির বেশিরভাগেরই বিহার-উত্তরপ্রদেশ দিয়ে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গের একাধিক ট্রেনও বাতিল হয়েছে। শিয়ালদা থেকে শান্তিপুর, নৈহাটি লাইনের ট্রেন বাতিল করা হয়েছে। তবে, এই ট্রেনগুলি কেন বাতিল হয়েছে, তা এখনও জানা যায়নি। আবার একাধিক ট্রেনকে আংশিকভাবে বাতিল করা হয়েছে। এছাড়া বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।