বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চিকিৎসকরা সবসময়ই বলে থাকেন প্রেসক্রিপশন দেখিয়ে তবেই ওষুধ কিনতে। তবে এবার সাধারণ মানুষের স্বার্থে এই নিয়মে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রের মোদী সরকার। এই পরিবর্তন এলে, মত ১৬ রকমের ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবে সাধারণ মানুষ। উল্লেখ্য, এই প্রথম ওষুধ নিয়ে ওভার দ্য কাউন্টার সেল-এর নীতি আনতে চলেছে মোদী সরকার।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ১৬ টি ওষুধের মধ্যে রয়েছে প্যারাসিটামল ৫০০ এমজি, পেতের সমস্যার কিছু ওষুধ, বন্ধ নাকের সমস্যা ঠিক করার ওষুধ- সহ অ্যান্টি ফাঙ্গাল ক্রিমের মতো একাধিক ওষুধ। এ ব্যাপারে সাধারণ মানুষের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া হয়, তা দেখতে চাইছে কেন্দ্র।
উল্লেখ্য, দেশে বর্তমানে অনেক ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়া একাধিক ওষুধ পাওয়া গেলেও, এর জন্য কোনও সঠিক নিয়ম ছিল না আগেও। দেশে ওষুধ সংক্রান্ত যে নিয়ম বা আইন রয়েছে, সেই অনুযায়ী এতদিন OTC ওষুধ বিক্রি হত না। এবার এই নিয়ম চালু হলে, ওষুধের দোকান থেকে ওষুধ নিতে আর কোনও বাধা থাকবে না।
এদিকে, কেন্দ্রের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিতে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া ৫ দিনের বেশি ওষুধের ডোজ দেওয়া যাবে না। যদি তারপরেও সমস্যার সমাধান না হয়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, বিক্রি করা প্রতিটি প্যাকে অবশ্যই ওষুধ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য রাখা উচিত বলে জানানো হয়েছে।
তবে, এই OTC ওষুধ নিয়ে এখনও পর্যন্ত কিছুই নির্দিষ্ট করে কিছু ঠিক করা হয়নি। কোন কোন অসুধকে এই তালিকায় ফেলা হবে, তাও জানানো হয়নি। উল্লেখ্য, এই ওষুধের তালিকায় ওরাল রিহাইড্রেশনের কোনও ওষুধও রাখা হয়নি। এক সূত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ওষুধের তালিকায় রয়েছে অ্য়ান্টি ড্য়ানড্রফ শ্যাম্পু কেটেকোনাজেল শ্যাম্পু, অ্য়ান্টিসেপটিক ক্রিম ক্যালিমি লোশন। কাশির ওষুধ ডেক্সট্রোম্য়াথার্ফন হাইড্রোবোমাইড লজেঞ্জ। নাকের ওষুধের মধ্যে রয়েছে অক্সিমেটাজোলাইন নাসাল সলিউশনের মতো ওষুধগুলিও।
আপনার মতামত লিখুন :