শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

মূল্যবৃদ্ধির প্রভাব, সুদের হার বাড়াল RBI! পকেটে টান পড়তে চলেছে EMI গ্রাহকদের

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৪, ২০২২, ০৪:২৫ পিএম | আপডেট: মে ৪, ২০২২, ১০:২৫ পিএম

মূল্যবৃদ্ধির প্রভাব, সুদের হার বাড়াল RBI! পকেটে টান পড়তে চলেছে EMI গ্রাহকদের
মূল্যবৃদ্ধির প্রভাব, সুদের হার বাড়াল RBI! পকেটে টান পড়তে চলেছে EMI গ্রাহকদের / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ২০২০ সালের পর এই প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করলেন। বাড়ছে ৪০ বেসিস পয়েন্ট (বিপিএস) বা ৪.৪০ শতাংশ। 

এর জেরে সরাসরি চাপ বাড়তে চলেছে গ্রাহকদের উপরে। কেননা এরপর থেকে সমস্ত ইএমআই-এর টাকাই বেড়ে যাবে। অর্থাৎ গৃহ ঋণ থেকে গাড়ির ঋণ ইত্যাদি নানা ঋণের মূল্য বাড়ছে। স্পষ্ট কথায়, মধ্যবিত্ত মানুষের বোঝা বাড়তে চলেছে। সেই সঙ্গে কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হতে চলেছে।

যদিও যারা ইতিমধ্যেই ‘ফিক্সড রেট’-এ লোন নিয়েছেন তাঁরা এই বৃদ্ধির আওতায় পড়বেন না। নতুন যারা ঋণ নিতে চলেছেন তাঁরা পড়বেন এর আওতায়। দেশের ক্রমশ বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য। একাধিক জিনিসের দাম বাড়ছে। জ্বালানির দামের বৃদ্ধি, শাকসবজি থেকে শুরু করে মুরগির মাংস সমস্ত কিছুর দাম বাড়ার কারণে স্বাভাবিকভাবেই চিন্তায় সাধারণ মানুষ। আবার এই মূল্য বৃদ্ধির কারণেই আরবিআই এমন সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। 

উল্লেখ্য, এদিন মানিটারি পলিসি কমিটির সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস দেশে মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে নেন। পাশাপাশি মুদ্রাস্ফীতির কথাও বলেন। আন্তর্জাতিক স্তর এবং ভারত দুই জায়গায়ই যে মুদ্রাস্ফীতি বাড়ছে, তারও তিনি উল্লেখ করেন। সেখানেই সুদের হার বাড়ানোর ঘোষণা করেন তিনি। দেশে এই মুহূর্তে যা অর্থনৈতিক পরিস্থিতি, তার মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত আরবিআইয়ের। এমনটাই মনে করা হচ্ছে।