উদ্দেশ্য ছিল মহাকুম্ভে গিয়ে পুণ্য স্নান, পথেই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১০ পুণ্যার্থীর

By Bongnews24x7

Published On:

Follow Us

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের মেলা। যথারীতি গোটা ভারতবর্ষের ঢল নেমেছে এখন এই মেলায়। হবে নাই বা কেন পুণ্য অর্জনের জন্য এখন মানুষ ছুটে চলেছেন মহাকুম্ভে। আগামী ২৬ শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত এই মহাকুম্ভের মেলা চলবে।

এই মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেরকম মানুষ ছুটে আসছে সেই রকমই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। কখন‌ও সেই দুর্ঘটনা ঘটছে মহাকুম্ভের মেলা প্রাঙ্গনে। কখনও বা ঘটছে মহাকুম্ভে যাওয়া আসার পথে। সেই রকমই আরও এক দুর্ঘটনার খবর সামনে এলো।

মহাকুম্ভে পুণ্য স্নান করতে যাবেন বলে বেরিয়ে ছিলেন সবাই। কিন্তু মহাকুম্ভে পৌঁছে আর স্নান করা হল না। যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ১০ জনের। বাসের সঙ্গে গাড়ির এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আর‌ও ১৯ জন। প্রয়াগরাজ যাওয়ার পথেই ঘটে গেছে এই হাড়হিম করা দুর্ঘটনা‌।

উল্লেখ্য, এই দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের উপরে এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রয়াগরাজ যাওয়ার পথে মেজা এলাকায় একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি বলেরো গাড়িটির। কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। শুক্রবার গভীর রাতে ঘটে এই দুর্ঘটনাটি। দেহগুলিকে নিয়ে যাওয়া হয় কাছেই স্বরূপ রানী মেডিকেল হসপিটালে ময়নাতনদের জন্য। ‌

এই ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গেছে, বোলেরো গাড়িতে থাকা যাত্রীরা ছত্তীসগঢ়ের কোরবার বাসিন্দা। প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন।‌ অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি আসছিল মধ্য প্রদেশের রাজগড় থেকে। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই উদ্ধারকার্য শুরু হয়। ইতিমধ্যেই মহাকুম্ভের মেলাকে ঘিরে মৃত্যু হয়েছে বহু মানুষের।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now