স্বামীর সঙ্গে বাকবিতণ্ডা! তিন সন্তানকে কুয়োতে ফেললেন মা, উদ্ধার হল নিথর দেহ

By Bongnews24x7

Published On:

Follow Us

খুন, মৃত্যুর ঘটনা আখসার ঘটে! এই সমাজ এখন‌ও কতটা বসবাসযোগ্য তা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। সম্প্রতি কলকাতার ট্যাংরায় ঘটে গেছে এক হাড় হিম করা ঘটনা। যেখানে বাড়ি থেকে উদ্ধার হয়েছে দুজন মহিলা একজন নাবালিকার মৃতদেহ। আজ সকালেই বাগ বাজার ঘাটে দেহ ফেলতে এসে গ্রেফতার হয়েছেন দুই মহিলা।

এই এত ঘটনা ভিড়ে ফের আরও একটি ঘটনা অবাক করে দিয়েছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে তিন তিনটি সন্তানকে খুন করে ফেললেন মা। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি করে এমন ঘটনা ঘটতে পারে? তা বিশ্বাস করে উঠতেই পারছেন না বহু মানুষ।

রবিবার বিহারের সমস্তিপুরে ঘটেছে এই ঘটনা। আজ সোমবার সীমা দেবী নামক ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে স্বামী চন্দন মাহাতোর সঙ্গে রবিবার প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছিল সীমা দেবীর। এরপর স্বামী ঘর থেকে বেরিয়ে যেতেই নিজের তিন সন্তানকে প্রচন্ড মারেন তিনি।

এই ঘটনার পর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তিন সন্তান। চন্দন মাহাতো বাড়িতে ফিরে এলে সীমা দেবী বলেন তিন সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।‌ এরপর পুলিশের কাছেও যান তারা। দায়ের হয় অভিযোগ। এরপর পুলিশ তল্লাশি শুরু করলে বাড়ির অদূরেই কুয়ো থেকে মেলে নিহত তিন তরুণ (৬), তানিয়া (৪) এবং তানিষ্ক (২) সন্তানের দেহ। পুলিশি জেরায় তিন শিশুকে মেরে ফেলে দেওয়ার কথা স্বীকার করে নেন সীমা দেবী।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now