প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিযোগিতা যে মারাত্মক রকমের হয় তা প্রায় সবারই জানা। বর্তমান সময়ে এই প্রতিযোগিতার মাত্রা আরও বেড়ে গেছে। আর এই প্রতিযোগিতায় জিততে রাত দিন এক করে খেটে চলেছে বহু পরীক্ষার্থী। আর এই পরিস্থিতিতে ইউপিএসসি পরীক্ষায় দারুণ সাফল্য পেয়েছে এক বঙ্গ সন্তান।
দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন এই তরুণ। এর আগেও বহু পরীক্ষায় বাঙালিরা মুখ উজ্জ্বল করেছেন, আর এবারও সেই কঠিন পরীক্ষায় বিরাট সাফল্য অর্জন করেছে এক বঙ্গ তনয়। শিলিগুড়ির জয়দীপ রায়।
শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ ও তার পরিবার। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে স্কুল জীবনের পড়াশোনা করেন তিনি। তারপর কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করেন। কলেজ শেষ করে তিনি মুম্বই আইআইটি থেকে পড়াশোনা করেন। আর এবার ইউপিএসসি তে কামাল করলেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ এর ইউপিএসসিতে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় বসেন বাংলার জয়দীপ। আর সেখানেই তিনি সকল প্রার্থীকে হারিয়ে পিছনে ফেলে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। যা গোটা দেশের মধ্যে বাংলার মুখ উজ্জ্বল করেছে। শিলিগুড়ির ছেলের এক কীর্তিতে দারুণ খুশি শিলিগুড়িবাসী।