গতকাল ছিল মহা শিবরাত্রি। ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বীরা গতকাল গোটা দিন ভোলানাথের আরাধনায় মেতেছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহা শিবরাত্রি মহৎ ব্রত। শাস্ত্র অনুযায়ী, প্রত্যেক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি। আর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় মহা শিবরাত্রি।
হিন্দুধর্মে মহা শিবরাত্রির বিরাট গুরুত্ব রয়েছে। বাবার মাথায় জল ঢালার জন্য সকাল থেকে ভিড় থাকে নারীদের। শিবের মতো বর পাওয়ার আকাঙ্ক্ষায় মহা শিবরাত্রির ব্রত করে থাকেন মেয়েরা। তবে শুধুমাত্র নারীরাই নন পুরুষরাও কিন্তু সমানভাবে বাবার আরাধনা করতে পারেন। আর এবার বাংলাদেশের এক ক্রিকেটার মহা শিবরাত্রির আরাধনায় মাতলেন। গতকাল মহা শিবরাত্রির পূণ্য লগ্নে ভোলানাথের মাথায় জল ঢেলেছেন তিনি।
বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি গম্ভীর। কোণঠাসা সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর একের পর এক খুন হয়েছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। জাতীয় দলের সুযোগ না পেলেও এবার শিব পুজো করে সোশ্যাল মাধ্যমে হইচই ফেলে দিলেন বাংলাদেশের ক্রিকেটার লিটন দাস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়ায় আপাতত দেশেই রয়েছেন তিনি।
বাংলাদেশের সরকার পরিবর্তনের সময় লিটনের বাড়িতেও চলেছিল হামলা। পরে অবশ্য ক্রিকেটার নিজে জানান তার বাড়িতে নাকি হামলা হয়নি। নিজের দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। আর এবার শিবরাত্রি উপলক্ষে শিবের আরাধনায় মাতলেন সনাতন ধর্মাবলম্বী লিটন দাস। আর এই ছবিকে ভালোবাসায় ভরিয়েছেন ভারত বাংলাদেশের ভক্তরা।