সোশ্যাল মিডিয়া (Social media) ভাইরাল ঘটনার আখড়া। এখানে যে কোনও ঘটনা ভাইরাল হতে বেশি সময় লাগে না। আসলে নিত্য জীবনের থেকে একটু আলাদা কিছু ঘটলেই তা ভাইরাল হয়ে যায়। আর এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক পুরোহিত মশাই যা দেখে রীতিমতো হাসছে নেটপাড়া দেখলে আপনিও হয়তো হাসবেন।
নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নামক একটি এক্স হ্যান্ডল থেকে গত ২৫শে ফেব্রুয়ারি এই ভিডিওটি ভাইরাল হয়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন। বয়ে গেছে লাইক কমেন্টের বন্যা। আর হবে নাই বা কেন? ঘটনাই যে এমন!
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে খালি গায়ে এক পুরোহিত মশাই জমিয়ে ব্রেক ডান্স করছেন। ঘটনাটি ঘটেছে শ্রীকাকুলাম জেলার মন্দাসা গ্রামের শ্রীবাসুদেব পেরুমল মন্দিরে। সেখানেই ছিল ১৬তম বার্ষিক ব্রহ্মোৎসব।সেই অনুষ্ঠান শোভাযাত্রায় ডিজের তালে নেচে ওঠেন ওই পুরোহিত মশাই।
https://x.com/prawasitv/status/1894385054819684556
শ্রীবাসুদেব পেরুমল ভগবানের শোভাযাত্রা চলছিল। সেখানে আয়োজন করা হয়েছিল ডিজের। আর সেই গানের তালে নাচছিলেন সবাই। আর সবাইকে নাচতে দেখে তখনই খালি গায়ে ওই বৃদ্ধ পুরোহিত নাচতে শুরু করেন। মাটি থেকে উঠে শরীর বেঁকিয়ে বেঁকিয়ে নাচতে দেখা যায় তাকে। তাকে উৎসাহ দিতে শুরু করেন উপস্থিত সবাই। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মাধ্যমে।