বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সাঁইথিয়ার পর এবার সিউড়ি। বীরভূমের পর সিউড়ি পুরসভা দখল করল রাজ্যের শাসকদল। তাও বিনা নির্বাচনী লড়াই লড়েই। ২১ টি ওয়ার্ডের মধ্যে ১৫ টি ওয়ার্ড তৃণমূলের দখলে এল। ভোট হবে মাত্র ৬ টি ওয়ার্ডে।
সিউড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিল না বিরোধীদের। এর ফলে মনোনয়ন পেশের শেষদিনেই ওই ওয়ার্ডে জিতে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। বাকি ১৪ টি ওয়ার্ড মনোনয়ন পেশ করছিলেন বিজেপি, বাম এবং কংগ্রেস প্রার্থীরা। তাহলে কেন এমনটা ঘটল? জানা গিয়েছে, এদিন সবকটি ওয়ার্ড থেকেই মনোনয়ন একসঙ্গে প্রত্যাহার করে নেন বিরোধী প্রার্থীরা। সেই কারণেই ওই মোট ১৫ টি ওয়ার্ডে ভোটই হয়নি। বিনা লড়াইয়েই জিতে যায় তৃণমূল।
এখন প্রশ্ন উঠছে সিউড়ি পুরসভায় কেন বিরোধীরা তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন? সাঁইথিয়ার মতো এক্ষেত্রেও সেই একই অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে গায়ে জোরে পুরসভার দখলের অভিযোগ এনেছে বিজেপি। দলের জেলা সভাপতি ধ্রব সাহার দাবি, ‘বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করেছে তৃণমূল। আমরা সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানিয়েছি’। অন্যদিকে, পাল্টা উত্তর দিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন যে, ‘এই জয় মানুষের স্বতঃস্ফূর্ত জয়’। উল্লেখ্য, শুধুমাত্র সাঁইখিয়া নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিনহাটা ও বজবজ পুরসভায়ও জিতে নিয়েছে রাজ্যের শাসকদল।