স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় এবার বিশেষ জোর দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটির কি কাজ হবে তার রূপরেখাও তৈরি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ইতিমধ্যে সমস্ত স্কুলকে এই বিষয়ে নির্দেশনামা পাঠানো হয়েছে।
জানা গিয়েছে ৬ সদস্যের এই বিশেষ কমিটি কিভাবে কাজ করবে তাই নিয়ে ছয় দফা গাইডলাইন তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া জাতীয় রোগ কে প্রতিরোধ করার পাশাপাশি স্কুলের সিসিটিভি বসানো এই ধরনের যাবতীয় কাজ করতে হবে এই কমিটিকে। এছাড়াও ট্রাফিক সচেতনতা এবং সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচারের বিভিন্ন বিষয় বোর্ডের মাধ্যমে প্রচার করতে হবে স্কুলে। মাসে দুবার বৈঠক করতে হবে এই কমিটিকে।
ডেঙ্গু ম্যালেরিয়া জাতীয় রোগের সংক্রমণ কিভাবে রাখা যায় সে বিষয়ে প্রচার চালাবে এই কমিটি। এছাড়াও স্কুলের শৌচালয়ের পাশাপাশি স্কুল চত্বর পরিষ্কার রাখা যাবতীয় কাজ করতে হবে এই কমিটিকে। পানীয় জলের নমুনা সংগ্রহ করতে হবে। স্কুলে যাতে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও শিক্ষক কর্মীদের আলাদা শৌচালয় থাকে সেদিকেও নজর দিতে হবে। স্কুল চত্বরে যেখানে যেখানে সম্ভব সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে হবে।
প্রতিটি স্কুলের টিচার-ইন-চার্জ বা হেডমাস্টারকে মাথায় দিয়ে একটি স্টুটেন্ড সেফটি ও সিকিউরিটি মনিটারিং কমিটি তৈরি করা হবে৷ ই কমিটিতে সদস্য হিসাবে থাকবেন হেডমাস্টার অথবা টিচার ইন চার্জ বা চেয়ারম্যান৷এ ছাড়া থাকবেন একজন মহিলা শিক্ষক না থাকলে একজন পুরুষ৷ থাকবেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি৷ অভিভাবকদের দু’জন প্রতিনিধি৷ প্রয়োজন অনুসারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর বা পুলিশের প্রতিনিধি৷