‘মানুষের জন্য না করে, শুধু নিজের কাজ করলে ঘরে বসে যান’! তৃণমূলের নেতা-কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ মেদিনীপুরের কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে কর্মীদের বিভিন্ন বিষয়ে স্পষ্ট বার্তা পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী দলের বুথ স্তরের কর্মীদের আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করতে গেলে বুথ স্তরের কর্মীদের সঙ্গেও দেখা করব। যারা মাঠে বসে থাকে, তাঁরা বড় কর্মী। যাঁরা মঞ্চে বসে থাকেন তাঁরা বর নন। মানুষের জন্য কাজ করতে হবে। কারণ নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। যে কাজ করে সেই নেতাদের আমি পছন্দ করি। সাধারণ মানুষের জন্য সব সময় কাজ করতে হবে। সাধারণ মানুষকে সাহায্য করতে হবে। যে মানুষের পাশে দাঁড়ায় সেই আসল নেতা।’
মুখ্যমন্ত্রী আজকের প্রশাসনিক বৈঠক থেকে বলেন, ‘মানুষের জন্য কাজ করুন। সকলের পাশে দাঁড়ান। যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান, আর চাই না।’ এভাবেই আজ মেদিনীপুরের কলেজ ময়দানে পশ্চিম মেদিনীপুরের জেলা সংগঠনের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার্তা দেওয়ার পাশাপাশি এদিন তিনি দলের জন্য নতুন স্লোগানও ঠিক করে দিলেন।
উল্লেখ্য, বছর শেষ হলেই রাজ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এদইন তিনি দলীয় কর্মীদের একসঙ্গে চলার কথা বলেছেন। ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী ‘আমি নয়, আমরা’ হয়ে সামনের দিনে এগিয়ে চলার এবং মানুষের জন্য করার বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল আমার সৃষ্টি। আর সেটা কখনও বৃথা যাবে না। আমি থেকে আমরা, আমরাই আগামীদিনে ভারতবর্ষ জয় করব। আসুন আমরা হয়ে কাজ করি। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দিল্লি মুঠোয় আসবে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি ব্লকে ব্লকে গিয়ে সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগ শুনতে হবে। সেই সঙ্গে তার সমাধানের ব্যবস্থাও করতে হবে। জনসংযোগ আরও বাড়াতে হবে আগামীতে। এর পাশাপাশি তিনি দলের যুব কর্মীদের উদ্দেশে বার্তা দেন যে, ‘সাইকেল নিয়ে বেড়িয়ে পড়ুন। মানুষের সমস্যার কথা শুনুন।’
বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খবর সামনে আসছে। এই সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি নই আমরা এই কথা বলতে হবে। আমি কেউকেটা হয়ে যাইনি। সবাইকে নিয়ে চললে তবেই সেটা সবার দল হয়। দলের সবাইকে সম্মান দিতে হবে। যাঁরা রয়েছেন, যাঁরা আসছেন সবাইকে সম্মান দিতে হবে।’
এরপরই তিনি দলের নেতা- কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যদি ভাবে আমি জেলা পরিষদের সদস্য মানে ভেবে নিলাম নিজের কাজ করব, কেটে দেব, এক সেকেন্ডে কেটে দেব। কেউ দলে কেউকেটা নয়। সবাইকে নিয়ে চললে তবেই সেটা দল হয়। মানুষের দুঃখে, দুর্দিনে পাশে থাকতে হবে। এভাবেই আমরা কাজ করি। গ্রামসভা থেকে পঞ্চায়েত সমিতি, পুরসভা- মানুষের হয়ে কাজ করলে পায়ে হাত ধরে প্রণাম করব। আর যাঁরা মানুষের কাজ না করে নিজের কাজ করবেন, তাঁদের বলব, অনেক করেছেন। দয়া করে ঘরে বসে যান।’ অন্যদিকে, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একবার নারীদের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, মহিলাদের সামনের সারিতে আনতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর তিনদিনের জেলা সফরে মঙ্গলবারই মেদিনীপুরে এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন প্রশাসনিক বৈঠক গতকালই। এরপর আজ করেন কর্মীসভা। এদিকে, মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, মুখ্যমন্ত্রী এই সভা থেকেই জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন। সেই সঙ্গে কর্মীদের চাঙ্গা করতে নতুন স্লোগানও ঠিক করে দিয়েছেন। এদিকে, আজ দুপুরেই ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে ঝাড়গ্রাম স্টেডিয়ামে হবে প্রসাশনিক বৈঠক। আবার একই জায়গায় কাল রয়েছে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক।
- TAGS
- not i
- we
- new slogan
- tmc
- says
- mamata banerjee