বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো আসতে এখনও বেশ কয়েক মাসের প্রতীক্ষা। তবে, এখনই পুজোর গানের প্রস্তুতি সেরে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরের মাঝেই হোটেলের ঘরে বসে পুজোর গানের রেওয়াজ করলেন তিনি। জানা গিয়েছে, পুজোর আগেই সেইসব গানের রেকর্ডিং হবে কলকাতায়।
বিগত ২ বছর ধরেই করোনায় বিপর্যস্ত দেশ। কাজেই সেভাবে দুর্গাপুজোয় গতবারও জাঁকজমক হয়নি। কিন্তু এখন করোনা আতঙ্ক অনেকটাই কাটিয়ে উঠেছে দেশ। ধীরে ধীরে সুস্থতার পথেই এগোচ্ছে দেশ তথা বাংলাও। তাই এ বছর দুর্গাপুজোয় আরও জাঁকজমক বা আনন্দে কোনও বাধা থাকবে না বলেই মনে করা হচ্ছে। তাছাড়া বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, এবার পুজোয় বাংলার হবে ‘গ্র্যান্ড সেলিব্রেশন’। এবার কার্নিভালও হবে আগের সব বছরের থেকে জমকালোভাবে। অক্টোবর থেকে পুজো শুরু হলেও উৎসব সে অর্থে শুরু হয়ে যাবে সেপ্টেম্বর থেকেই। তাই মার্চ থেকেই প্রস্তুতি শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই নিজের লেখা এবং সুর করা গানের অ্যালবাম পুজোয় প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জাগোবাংলার শারদ সংখ্যার সঙ্গে একই দিনে একই সঙ্গে প্রকাশিত হয় এই অ্যালবাম। গত বছর ২৯ সেপ্টেম্বর, ভবানীপুর উপনির্বাচনের আগের দিনই রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে গিয়ে গানের রেকর্ডিং করেন মুখ্যমন্ত্রী। সেই সময় সেখানে ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীও। কয়েক ঘণ্টা ব্যাপী ইন্দ্রনীল সেনের বাড়িতেই গানের রেকর্ডিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, জানা গিয়েছে, বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের হোটেলের ঘরে উপস্থিত ছিলেন গায়ক তথা রাজ্যের সংস্কৃতি উন্নয়ন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁকে সঙ্গে নিয়েই চারটি গান তোলেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, এবারও আগের বছরগুলির মতোই পুজোয় মুক্তি পাবে মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম