ফের ব্যাহত ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল। দেড় ঘণ্টা বন্ধ রেল পরিষেবা। ট্র্যাক থেকে লাইন সরে গিয়ে ঘটলো বিপত্তি। এরপর লাইন মেরামতি করে হেড ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ফুলেশ্বর চেঙ্গাইল স্টেশনের মাঝে ডাউন লাইনে এই সমস্যা দেখা দেয়।
জানা গিয়েছে এদিন চেঙ্গাইল স্টেশন এর কাছে ট্র্যাকের কাজ চলছিল। সেই সময় ট্রাকের লক খোলা হয়। তখনই ট্র্যাক থেকে ছিটকে যায় লাইন। সেই মুহূর্তে ডাউন লাইনের সব ট্রেন আটকে দেওয়া হয়। এরপর মিডিল লাইন দিয়ে এক এক করে ট্রেন গুলিকে ছাড়া হয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ওই লাইন দিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়।
প্রাথমিক তদন্তে অনুমান কাজ চলাকালীন লক খোলার পরেই সমস্যা সৃষ্টি হয়। খুব ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয় প্রথমদিকে। যেহেতু কাজ চলছিল তাই অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। এর ফলে বড়সড় দুর্ঘটনায় এড়ানো গিয়েছে। তবে ব্যস্ত সময় কেন এ ধরনের কাজ করা হচ্ছিল তা নিয়ে উঠছে প্রশ্ন।
এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন, মেচেদা লোকাল এক ঘন্টা কুড়ি মিনিট আটকে থাকলেও অন্য কোন ট্রেন আটকে ছিল না। পরের লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এখনো যাত্রীদের তরফে কেউ অভিযোগ জানাননি। অভিযোগ জানালে তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।