বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েকদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। আর সেই বিবাদ থেকেই অশান্তি চরমে ওঠে। তার থেকেই হাতাহাতির সূত্রপাত, হাতাহাতি এমন পর্যায়ে যায় যে, ১ জনের মৃত্যু পর্যন্ত হয়। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাড়শালবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম গোবিন্দ মণ্ডল ৫৭ বছর।
জানা গিয়েছে, কয়েকদিন যাবত ঝাড়শালবাড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল এবং তাঁর শ্যালক সুরঞ্জন মণ্ডল, শ্যালিকা এবং শাশুড়ির সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। গত শনিবার সেই বিবাদ চরম পর্যায়ে যায়। শনিবার বিকেলে রীতিমতো লাঠি, রড, কোদাল নিয়ে গোবিন্দ মণ্ডলের উপর চড়াও হয় তাঁর শ্যালক, শ্যালিকা এবং শাশুড়ি।
এদিকে, যখন গোবিন্দ মণ্ডলের উপর যখন মারধর করা হচ্ছে, তখন তাঁকে বাঁচাতে এগিয়ে যায় তারদুই ছেলে উত্তম মণ্ডল এবং গৌতম মণ্ডল। ততক্ষণে লাঠির আঘাতে লুটিয়ে পড়েন গোবিন্দ মণ্ডল। এরপর তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তর করা হলে পরিবারের সদস্যরা তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। রাতেই হাসপাতালে গোবিন্দ মণ্ডলের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
এদিকে, খবর মিলতেই রাতেই গোবিন্দ মণ্ডলের বাড়িতে যান ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা-সহ পুলিশের দল। অভিযুক্ত তিনজনকেই আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
- TAGS
- jalpaiguri
- family
- chao
- son-in-law
- died
- attack