1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

পলাতক প্রেমিক, বিয়ের দাবীতে টানা ৫দিন ধরনায় প্রেমিকা! অবস্থান তুলতে বললে আত্মহত্যার হুমকি তরুণীর

মৌসুমী

অক্টোবর ১৯, ২০২২, ০১:২৬ পিএম

পলাতক প্রেমিক, বিয়ের দাবীতে টানা ৫দিন ধরনায় প্রেমিকা! অবস্থান তুলতে বললে আত্মহত্যার হুমকি তরুণীর

প্রেমের টানে ধরনা দেওয়ার নজির এর আগে বহুবার মিলেছে। তবে এবার বিয়ের কথা শুনেই চম্পট দিয়েছেন প্রেমিক। আর প্রেমিকের বাড়ির সামনে ধরনা দিতে বসে তার পরিবারের হাতে মার খেলেন ওই তরুণী। এমনকি তাকে জোর করে ধরনা থেকে তুলতে গেলে তিনি আত্মহত্যা করারও হুমকি দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার অন্তর্গত কামালপুর গ্রামে।

জানা গিয়েছে, গত তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন বছর ২৪ এর ওই অভিযুক্ত যুবক এবং বছর  ১৯ এর এই তরুণী। তাদের সম্পর্ক এগিয়েছে শারীরিক ঘনিষ্ঠতা পর্যন্ত। এখন প্রেমিককে বিয়ের কথা বললেই বিয়ে করতে অস্বীকার করেছেন তিনি। একই সঙ্গে জোর করতেই গা ঢাকা দিয়েছেন ওই যুবক।

স্থানীয় সূত্রে খবর, একসময় দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু কিছুদিন আগেই বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। যদিও তরুনীর অভিযোগ শারীরিক ঘনিষ্ঠতার পর থেকেই বিয়ে করতে অস্বীকার করেন যুবক। এরপর জোর করতেই আপাতত চম্পট দিয়েছেন সেই যুবক।

এদিকে  গত পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে  ধরনায় বসেছেন বছর উনিশের ওই তরুণী। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সকলেই তাকে উঠে যেতে বললেও নিজের দাবীতে অনড় রয়েছেন তিনি। এদিকে ঘটনা স্থলে পরিস্থিতি সামাল দিতে এসেছে মানিকচক থানার পুলিশ। কিন্তু পুলিশকেও ওই তরুণী সাফ জানিয়ে দিয়েছেন কোন ভাবেই ধরনা থেকে উঠবেন না তিনি।

তরুণী পুলিশকে সাফ বলেছেন, "আমি পাঁচ দিন ধরে অনশনে আছি। আমাদের সম্পর্ক ঠিকই চলছিল। বাড়ির চাপে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে প্রেমিক। আমি চাই প্রতিশ্রুতি মত ও আমাকে বিয়ে করুক না হলে ওর বাড়ির সামনে আত্মহত্যা করব"। মেয়েটির আরো অভিযোগ, বারবার ফোন করা হলেও প্রেমিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকি প্রেমিকের বাড়ির লোক মেয়েটিকে মেরেছে বলে অভিযোগ করেছেন তিনি।

যদিও যুবকের পরিবারের পাল্টা দাবি, তারা এই বিষয়ে কিছুই জানেন না। যুবকের বাবা অসুস্থ, চিকিৎসার জন্য বাইরে রয়েছেন। ছেলের যদি বিয়েতে আপত্তি না থাকে তাহলে সে বিয়ে করতে পারে, যা সিদ্ধান্ত নেওয়ার ওই যুবকই নেবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন