ফের পুলিশের জালে ভুয়ো ডাক্তার। চাচল থানার অন্তর্গত এক নম্বর ব্লকের ঘটনা। এখানে বিয়ে মএইচ আক্তার হোসেনের অভিযোগের ভিত্তিতে প্রলয় শাহ নামে এক বহু ডাক্তারকে গ্রেফতার করে চাচোল থানার পুলিশ। এদিন তাকে আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, মালদার চাচলে তরলতলা মোড়ে চশমার দোকানে ডাক্তারি করতেন প্রলয় সাহা নামে এই ব্যক্তি। বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা স্থানীয় পুলিশ নিয়ে ওই দোকানে অভিযান চালায়। সেখানে হাতে না হাতে এই ভুয়া ডাক্তারকে ধরে ফেলেন তদন্তকারী দল। পর্যাপ্ত নথি দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে।
মূলত এলাকার বিএমএস আক্তার হোসেনের অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।এই প্রসঙ্গে আক্তার হোসেন জানিয়েছেন,আমাদের মেডিকেল টিম তার চেম্বারে গিয়েছিল তখন তাকে রোগীদের চিকিৎসা করতে ও ওষুধ দিতে দেখা যায়। আমার কাছে প্রয়োজনীয় নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। পুলিশ কে ঘটনাটি জানানো হয় পুলিশ তাকে গ্রেফতার করে।
চাঁচলের এক বাসিন্দা পারভেজ নূর বলেন, "চাঁচলের তরল তলায় এলাকায় প্রলয় সাহা নামে চশমার দোকানে আড়ালে চোখের ডাক্তারের পরিচয় দিয়ে এলাকার মানুষজনের চিকিৎসা করেছিলেন। আমরা জানতে পেরেছি যে আদৌ কোনো চিকিৎসক নন, চিকিৎসা সংক্রান্ত তার কোন ডিগ্রী ও নেই। পুলিশ আজ তাকে গ্রেফতার করে। আমরা এলাকার মানুষ হিসেবে যথেষ্ট আতঙ্কে রয়েছে"।
- TAGS
- ভুয়ো ডাক্তার
- মালদা
- গ্রেফতার