বিসর্জনের সময় বিপর্যয় ঘটে গিয়েছে মালবাজারে। হরপা বানে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত হয়েছেন বহু মানুষ। তারপরেই এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, ১৭ অক্টোবর, সোমবার জলপাইগুড়ির মালবাজারে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন, ১৮ অক্টোবর বৈঠকে করবেন মালবাজারে। ১৯ অক্টোরব শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর ২০ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জনের সময়ে ঘাটে যেন বেশি লোকের জমায়েত না হয় এবং কেউ যাতে নদীর বেশি গভীরে চলে না যান, এছাড়াও বিসর্জনের আগাম প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি জেলা প্রশাসনকে। তা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন। মালবাজার কাণ্ডে নদী বিশেষজ্ঞকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে গোটা ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। জানান, "মৃতদের পরিবারকে দু লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে"।