1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কথা রাখলেন মুখ্যমন্ত্রী! হরপা বানে ৭জন উদ্ধারকারীকে দিলেন সরকারি চাকরি

মৌসুমি

অক্টোবর ১৮, ২০২২, ০২:৫৭ পিএম

কথা রাখলেন মুখ্যমন্ত্রী! হরপা বানে ৭জন উদ্ধারকারীকে দিলেন সরকারি চাকরি

কথা দিয়েছিলেন মালবাজারে হরপা বানে উদ্ধারকার্যে এগিয়ে আসা ব্যক্তিদের পুরষ্কৃত করবেন। সেই মতোই এদিন মালবাজার বিপর্যয় ঝাঁপিয়ে পড়া উদ্ধারকারী সাত জনকে সরকারি চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকালই মাল বাজারে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর জানিয়েছিলেন আজ মাল আদর্শ বিদ্যালয় প্রশাসনিক বৈঠকে দেখা করবেন উদ্ধারকারীদের সঙ্গে। সেই মতোই এদিন সাতজন যুবক-যুবতীকে আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠকের মঞ্চে ডেকে নেন। এক এক করে সকলকে মঞ্চে তুলে পরিচয়ের পর জেনে নেন তাঁরা কে কোন পেশায় যুক্ত।  সাতজনকে  সরকারি নিয়োগ পত্র ও এক লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেন প্রশংসাপত্রও।

তবে এদিন একটু অন্য চিত্র দেখা গিয়েছে। এই সাতজনের মধ্যে দুজন মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি পত্র গ্রহণ করেননি। তারা জানিয়েছেন তারা নিজেদের কাজ চালিয়ে যেতেই আগ্রহী। এতে অবশ্য ক্ষুন্ন হননি মুখ্যমন্ত্রী। বরং তাদের অভিনন্দন জানিয়েছেন। বাকিদের সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগপত্র দিয়েছেন।

মালবাজারের বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল। এদিনের বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দেবগ্রাম হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। সেখানে উত্তরকন্যার কন্যাশ্রী গেস্ট হাউসে আজ রাত কাটিয়ে আগামীকাল কাওয়াখালীর মাঠে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। এ বিজয় সম্মেলনের অনুষ্ঠানে দলীয় বিধায়ক মন্ত্রীদের পাশাপাশি উত্তরবঙ্গের শিল্পমহলের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর ২০ তারিখ ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন