বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হল। জাতীয় সড়কের উপর ওই মহিলার মৃতদেহ রেখে পথ অবরোধ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় বাসিন্দারা। এর জেরে গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের রামতারকে।
জানা গিয়েছে, আত্মীয়র বাড়িতে সবজি দিতে যাওয়ার সময়ই একটি বড় লরি ওই মহিলাকে ধাক্কা মারে। এরপর তাঁর উপর দিয়ে চলে যায় লরিটি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। জানা গিয়েছে, বছর ৪৮-এর ওই মৃত মহিলার নাম মেনেকা প্রামাণিক। এরপর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাস্তার ধারে অবৈধ পার্কিং চলছে। আর এর জন্যই নিয়মিত দুর্ঘটনা ঘটছে। আজকের ঘটনাও একই কারণে হয়েছে। এই ঘটনায় স্থানীয় মানুষ মৃতদেহ রাস্তার উপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশ গেলে, তাঁদের ঘিরেও উত্তেজিত জনতা বিক্ষোভ দেখায়। এদিকে, বিক্ষোভের জেরে ৪১ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।