1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ভোররাতে দলবেঁধে শিয়ালের হানা! জখম ৫, আতঙ্কিত এলাকাবাসী

মৌসুমী

নভেম্বর ২১, ২০২২, ০২:৫৬ পিএম

ভোররাতে দলবেঁধে শিয়ালের হানা! জখম ৫, আতঙ্কিত এলাকাবাসী

সাতসকালে শিয়ালের হানায় আতঙ্কিত মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় এলাকার ভালুকা অঞ্চলের এলাকাবাসী। সোমবার ভোর বেলায় একদল শিয়াল হঠাৎই হানা দেয় এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। ইতিমধ্যে তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে।

জানা গিয়েছে এদিন সকালে নিজেদের কাজের জন্য বেরোচ্ছিলেন গ্রামবাসীরা। সেই সময় ভালুকা অঞ্চলের কালিতলা গ্রামে একদল শিয়াল হঠাৎ করেই হানা দেয়। শিয়ালের তাণ্ডবে জখম হন পাঁচজন গ্রামবাসী। এদিকে খবর ছড়িয়ে পড়তেই বাকি গ্রামবাসীরা লাঠি নিয়ে বেরিয়ে পড়েন শিয়ালের দলকে গ্রামের বাইরে বার করতে।

স্থানীয় সূত্রে খবর ওই আহত ৫ গ্রামবাসীকে নিকটবর্তী ভালুকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। শিয়ালের কামরে গুরুতর জখম হয়েছেন পাঁচজন। কারোর চোখে কারোর গলায় আঙুলে কামড় দিয়েছে শেয়াল। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

খবর পেয়ে এই ঘটনাস্থলে আসেন ভালুকা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী চন্দন সাহা। তিনি জানান, এদিন ভোরবেলায় পাঁচ সাতটা শিয়ালের দল হামলা চালায় গ্রামবাসীর উপর। ইতিমধ্যেই বনদপ্তরে খবর দেওয়া হয়েছে।

এদিকে আক্রান্ত এক গ্রামবাসী বিশুরাম জানান, " আজ সকাল বেলায় আমি এবং আমার বাবা উঠে গরুর পালদের খাবার দিচ্ছিলাম। এই সময় বেশ কয়েকটি শিয়াল বাড়িতে ঢুকে পড়ে আমার বাবার উপর হামলা চালায়। বাবাকে বাঁচাতে গিয়ে আমিও আক্রান্ত হই। বাবার চোখের উপর শিয়ালের কামড় দিয়েছে আমার দুটো আঙুলে শিয়াল আঁচড়ে দিয়েছে।"

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন