1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

কেষ্টর ভবিষ্যত কী? ২৮ দিন পর আজ ফের সশরীরে আসানসোল আদালতে হাজিরা দেবেন অনুব্রত

মৌসুমী

জানুয়ারি ৫, ২০২৩, ০৯:৩৭ এএম

কেষ্টর ভবিষ্যত কী? ২৮ দিন পর আজ ফের সশরীরে আসানসোল আদালতে হাজিরা দেবেন অনুব্রত

দীর্ঘ ২৮ দিন পর আজ বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জামিনের আর্জি খারিজের পর আজ তাঁকে পুনরায় আদালতে তোলা হবে।

শেষবার গত ৯ ডিসেম্বর সিবিআই আদালতে সশরীরে হাজির হয়েছিলেন কেষ্ট মণ্ডল। ওইদিন শুনানি হয়েছিল। কিন্তু জামিনের আবেদন করা হয়নি। এদিকে, গরুপাচার মামলায় গত ২২ ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে হাজির হলেও শুনানি হয়নি। যদিও সেদিন অনুব্রত মণ্ডলের আইনজীবী আসেননি। এরপরেই আজ অর্থাৎ ৫ জানুয়ারি ফের অনুব্রত মণ্ডলের হাজির হওয়ার কথা আসানসোল বিশেষ সিবিআই আদালতে।

প্রসঙ্গত, গতকালই আদালতে বড় ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডল। তার দুটি জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরমধ্যে একটি মামলা আগেই খারিজ হয়ে গিয়েছিল। বাকি মামলাটি গতকাল জয়মাল্য বাগচির বেঞ্চে ওঠে এবং সেটিও খারিজ হয়ে যায়।

প্রসঙ্গত, অনিচ্ছাকৃত খুনের মামলায় আপাতত বীরভূমে পুলিশি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তাকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। এমনটাই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। রাউস এভিনিউ আদালতের নির্দেশের উপর এমনই স্থগিতাদেশ জারি করা হয়েছে। আপাতত নয় জানুয়ারি পর্যন্ত কার্যত স্বস্তি বীরভূম জেলার তৃণমূল সভাপতির।পরবর্তী শুনানি ৯ জানুয়ারি হবে বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আপাতত ১৯ দিন তাঁকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন