নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ আবারও রেল দুর্ঘটনা ঘটল। তবে, ভাগ্য সহায় থাকায় থাকায়, বড় বিপদের হাত থেকে মিলল রেহাই। আজ সকাল ১০টা ৫-এর বর্ধমান-হাওড়া লোকাল ইয়ার্ড থেকে আসার সময় তার মাঝের একটি বগি আচমকাই বর্ধমান স্টেশনে লাইনচ্যুত হয়।
জানা গিয়েছে, কারশেড থেকে লোকাল ট্রেনটি প্ল্যাটফর্মের দিকে আসছিল, সেই সময়ই ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিয়ে যেতে কাজ চলছে বলেই জানা গিয়েছে।
এদিকে, ট্রেনটি সম্পূর্ণ ফাঁকা থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা ঘটল? তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে।
এদিকে, সপ্তাহের প্রথমদিনেই এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনের ট্রেন চলাচল।পরে দ্রুত সব স্বাভাবিক হয়। এই দুর্ঘটনার জেরে ফের একবার রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল।