বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গত দু’দিনে রাজ্যে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হয়েছে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপের কারণে বৃষ্টি হলেও, এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের দিকে সরেছে। ফলে বাংলায় ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে, সেই সঙ্গে কাটবে দুর্যোগ।
উল্লেখ্য, নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল একটি ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত। আর এই পরিস্থিতিতে শুক্রবার এবং শনিবার তুমুল বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ধীরে ধীরে সেই নিম্নচাপ সরেছে। রবিবার অর্থাৎ আজ থেকেই আবহাওয়ার বদল ঘটেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সেভাবে সম্ভবনা নেই এই মুহূর্তে। তবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোনও কোনও জেলায়। রবিবার সকালের দিকে আকাশ মেঘলা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।
রবিবার শহর কলকাতায় রবিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ। গতকাল সকাল থেকে আজ সকাল সাড়ে ৬ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০.৩ মিলিমিটার।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভবনা নেই। তবে, উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।