1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

ঠান্ডার আমেজ অনুভূত হলেও, এখনো দূরে জাঁকিয়ে শীত! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া

মৌসুমী

নভেম্বর ৪, ২০২২, ০৯:৩১ এএম

ঠান্ডার আমেজ অনুভূত হলেও, এখনো দূরে জাঁকিয়ে শীত! জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া

শীতের আমেজ অনুভূত হতে শুরু করলেও এখনই জাঁকিয়ে শীত পড়ছে না। জাকি শীতের জন্য এখনো নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত শুষ্কই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া।

ভোর এবং মাঝরাতের দিকে শীত শীত আমেজ লাগলেও বেলা বাড়তেই ফের গরমের অস্বস্তি। আপাতত কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া বলে জানাচ্ছে হাওয়া অফিস। জাঁকিয়ে শীতের অনুভূতি পেতে এখনও অপেক্ষা করতে হবে প্রায় দুই সপ্তাহ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে।  ভোরে বাতাসে শিরশিরানি থাকবে।উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনাও তৈরি হয়েছে।  তবে বেলা বাড়লের বাড়ছে সূর্যের তেজ আর সেইসঙ্গে ঠান্ডার আমেজ গায়েব হয়ে গরম অনুভব হচ্ছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না রাজ্যে এখন উত্তর পশ্চিম ভারতের ঠাণ্ডা হাওয়া প্রবেশ করছে সেই কারণেই শীতের অনুভূতি মিলছে। তবে নভেম্বরের মাঝামাঝি উত্তরে হাওয়া ঢুকলে তাপমাত্রার পারদ আরও কমবে বলে জানা গিয়েছে। যদিও এখন ঠান্ডা পুরোপুরি ভাবে না পড়লেও সকাল ও সন্ধ্যায় ঠান্ডার আমেজ জারি থাকবে।

আগামী দুই এক দিনের মধ্যেই রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে শীতের আমেজ টের পাওয়া যাবেআলিপুর আবহাওয়া দফতর বলছে  শুক্রবার পর্যন্ত রাজ্যের দক্ষিণের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন বা রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই রাজ্যে। বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই দিন রাতের তাপমাত্রার কোনও রকম হেরফের হবে না। শুকনো থাকবে তাপমাত্রা।

তবে বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে যার কারণে উপকূলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। এর ফলে কলকাতার আকাশও সেই সময় বেশ খানিকটা মেঘলা থাকবে।  

এদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে, রৌদ্রজ্জ্বল আকাশ, মেঘ দেখা গেলেও তা খুবই সামান্য। সারাদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.২ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৭ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯৩শতাংশ এবং সর্বনিম্ন ৪১শতাংশ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন