বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহ শেষে শনিবারের পর আজ শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, শুধুমাত্র শহর কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি হবে বজ্রপাতও।
আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও সারাদিন বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। হাওয়া অফিস জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বাড়বে। পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষির আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৬৫ শতাংশ।
উল্লেখ্য, এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের উপর দিয়ে উত্তরপ্রদেশের বারাণসী এবং বিহারের গয়া হয়ে বাংলার পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দুই ২৪ পরগণা, হাওরায় সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।