একেই বলে মানবিকতা! নিজে গৃহহীন। মাথার উপর এক টুকরো ছাদও নেই। নেই কোনও আশ্রয়ও৷ ফুটপাতে মলিন চাটাইয়ে শুয়েই কাটে রাত। কিন্তু নিজের সেই চাটাইয়ে তিনি আশ্রয় দিয়েছেন অসহায় পথকুকুরদের। ফুটপাতবাসী এমনই এক মানবিক চিত্র সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা মন জয় করে নিয়েছে নেটিজেনদের।
রবিবার ভারতীয় বন বিভাগের অফিসার সুশান্ত নন্দা ট্যুইটারে শেয়ার করেছেন এই ছবি। যেখানে দেখা যাচ্ছে, এক শাটারবন্ধ দোকানের সামনে ফুটপাতে শুয়ে ঘুমোচ্ছেন এক গৃহহীন ব্যক্তি। আর তাঁরই সঙ্গে মলিন চাটাইয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে ৭টি পথকুকুর। এমনকি সারমেয় সঙ্গীদের যাতে কষ্ট না হয় তাই মাথার উপর ছাতা দিয়ে আড়ালও দিয়েছেন ওই ফুটপাতবাসী।
ফুটপাতে ওই ব্যক্তির কাছে আশ্রয় নেওয়া পথকুকুরগুলি যে অসুস্থ বা তাদের শারীরিক কোনও সমস্যা রয়েছে তা কিন্তু নয়। একেবারেই সুস্থ স্বাভাবিক তারা। আর তাদেরই নিঃস্বার্থভাবে ভালোবেসে, সন্তানস্নেহে আশ্রয় দিয়েছেন ওই ফুটপাতবাসী। পরম মমতায় আগলে রেখেছেন সারমেয়গুলিকে।
এমন মন ছুঁয়ে যাওয়া ছবি মুগ্ধ করেছে আইএফএস অফিসার সুশান্ত নন্দাকেও। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, `এত বড় বিশ্বে মানিয়ে নেওয়ার জন্য আমাদের হৃদয়কেও বৃহদাকার করা প্রয়োজন।` বোঝাই যাচ্ছে, ছবিটি তাঁরও মন জিতে নিয়েছে।
নেটমাধ্যমেও প্রচুর প্রশংসা কুড়িয়েছে এই ছবি। গৃহহীন ওই ফুটপাতবাসী এমন মানবিক রূপ দেখে তাঁকে কুর্নিশ না জানিয়ে পারেননি নেটিজেনরা। তবে ওই ফুটপাতবাসীর পরিচয় কী বা ছবিটি কোথায় তোলা, সে বিষয়ে এখনও জানা যায়নি।