কথায় বলে, পৃথিবীর বুকে যদি কোথাও থাকে তা কাশ্মীরেই! তাই কাশ্মীরের অপর নাম ভূস্বর্গ। সত্যিই তাই! এখানকার হ্রদ, সবুজ তৃণভূমি, বরফে ঢাকা পর্বত, নানা রকম ফুল, প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এককথায় অনির্বচনীয়। দেখে মনে হবে যে সত্যিই মাটিতে নেমে এসেছে স্বর্গ!
এক একটি ঋতুতে কাশ্মীরের রূপ এক এক রকম। তবে শীতকালে কাশ্মীর যেন হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর! যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে পড়ে ধুধু বরফ। উপত্যকা ঢাকা পড়ে বরফের সাদা চাদরে। যে সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর ঠিক কারণেই ভূস্বর্গের নৈসর্গিক দৃশ্য দেখতে ঢল নামে পর্যটকের।
এবারও ইতিমধ্যেই সাদা বরফে ঢেকে গিয়েছে জম্মু-কাশ্মীরের বিস্তৃর্ণ অংশ। পার্বত্য রাজ্য সহ কাশ্মীরে শুরু হয়েছে তুষারপাত। তার মধ্যেই এবার ভাইরাল হয়েছে একটি ভিডিও, যা দেখে চোখ ফেরাতে পারছেন না কেউই! রেললাইন ঢাকা বরফে, আর সেই সাদা চাদর ভেদ করে ছুটে চলেছে ট্রেন। যার প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয়ই বটে!
ভারতীয় রেলের তরফে জম্মু-কাশ্মীরের ভিডিওটি এককথায় যেন `স্বপ্নের` মতো। যার ক্যাপশনে লেখা, `জম্মু ও কাশ্মীরের বানিহাল থেকে বুদগাম পর্যন্ত তুষারাবৃত উপত্যকার মধ্য দিয়ে যাওয়া ট্রেনের একটি মনোরম দৃশ্য।’
প্রবল তুষারপাতের মাঝে বরফে ঢাকা রেললাইনের উপর দিয়ে ছুটে চলেছে ট্রেন। যেন ফ্যান্টাসির দুনিয়ার কোনও দৃশ্যকে মনে পড়িয়ে দেয়! বলাই বাহুল্য, ভিডিওটি দেখে এই অভাবনীয় সৌন্দর্যে মাতোয়ারা নেটমহল। ভিডিও ভাইরাল হতেই কাশ্মীরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন অনেকে।