নিজের সদ্যজাত কন্যাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখবেন। ভাগ করে নেবেন সদ্য যাতে সন্তানের সঙ্গে খুশির মুহূর্ত। আর ঠিক সেই কারণেই লক্ষ লকার চাকরি ছেড়ে দিলেন সদ্য বাবা। সম্প্রতি এমন ঘটনাই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
জানা গিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরের প্রাক্তন ছাত্র অঙ্কিত জোশি। সম্প্রতি একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। আর সন্তানের সঙ্গে খুশির মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য ছেড়ে দিলেন লাখ টাকার চাকরি। একটি কোম্পানির সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন অঙ্কিত। কিন্তু সদ্য সদ্যজাতর সাথে সময় উপভোগ করার জন্য মুহূর্তেই ছাড়লেন সেই চাকরি।
অঙ্কিত জানিয়েছেন, কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে প্রায়ই বিদেশে যেতে হতো। যদিও এক সপ্তাহ পিতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন তিনি। কিন্তু ছুটির মেয়াদ আর বাড়বে না জেনে চাকরি ছাড়েন তিনি। কারণ তার মেয়ের জন্মের পর তিনি চাননি তার ছোট্ট শিশুটি তার থেকে দূরে থাকুক। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে অঙ্কিত আরো জানান, "আমার মেয়ের জন্মের কয়েকদিন আগে, আমি আমার লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিই। আমি জানি এটা অনেকের কাছে একটা অদ্ভুত সিদ্ধান্ত বলে মনে হবে কিন্তু আমার স্ত্রী এই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। আমি আমার মেয়ের সঙ্গে শৈশবের এই মুহূর্ত উপভোগ করতে চাই”।