সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কতকিছুই না ভাইরাল হয়ে ওঠে! তা সে যে কোনও ছবি হোক, কি ভিডিও। বিশেষত বিয়েবাড়ি সংক্রান্ত কোনও ছবি বা ভিডিও সামনে এলে তা নিমেষেই নজর কেড়ে নেয় নেটিজেনদের। কারণ বিয়েবাড়ি মানেই তো হই-হট্টগোল, মহা ধুমধাম। ফলে বিয়েবাড়ির কোনও মুহূর্ত প্রকাশ্যে এলে তা ভাইরাল হতেও বেশি সময় নেয় না।
সম্প্রতি সেই রকমই একটি ছবি ধরা পড়েছে কেরালার এক বিয়ে বাড়ির ক্ষেত্রে। যেখানে দেখা যাচ্ছে নিজের বিয়ের আনন্দে মেতে উঠেছেন কনে আর সেই আনন্দকে প্রকাশ করার জন্য বাবাকে সঙ্গী করে চেন্ডা বাজাচ্ছেন। তার সেই চেন্ডা বাজানোর আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিয়ে বাড়ি।
ভাইরাল হওয়া ভিডিওতে পেশাদার চেন্ডা বাদকদের সঙ্গে তালে তাল মিলিয়ে ওই কনের এইভাবে চেন্ডা বাজানো রীতিমত নজর কেড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটি থেকে জানা গিয়েছে, এমন ঘটনাস্থল হল কেরলের গুরুবায়ু মন্দির। সেখানেই এই বিয়ের আসর বসেছিল এবং এটাও জানা যাচ্ছে ওই কনের বাবা একজন পরিচিত চেন্ডা শিল্পী।
ওই কনে তার বাবার থেকেই তালিম নিয়েছেন এবং তিনি নিজেও খুব ভালোভাবেই চেন্ডা বাজাতে পারেন। যেখানে কনের বিয়ে বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিষাদের সুর দেখা যায়, সেই জায়গায় এমন ভিন্ন চিত্র বিয়ের আনন্দকে আলাদা ভাবেই সমাজের সামনে তুলে ধরেছে।
আসলে চেন্ডা হলো দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী বাদ্য। দেখতে অনেকটা ছোট ঢাকের মতো, আবার এটিকে ড্রামস বলাও যেতে পারে। কেরালার ওই বিয়ে বাড়িতে ওই কনেকে পরনে লাল শাড়ি, খোঁপায় ফুলের মালা, গা ভরতি সোনার গয়নায় সেজে তুমুল আনন্দে সেই চেন্ডা বাজাতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে।