1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

পরনে শার্ট-প্যান্ট, গলায় টাই, ‍‍`বাবু‍‍` সেজে ঝালমুড়ি বিক্রি! বিক্রেতার ‍‍`স্টাইল‍‍` চমকে দিল নেটিজেনদের

মৌসুমী মোদক

জানুয়ারি ৬, ২০২৩, ০৫:৫৫ পিএম

পরনে শার্ট-প্যান্ট, গলায় টাই, ‍‍`বাবু‍‍` সেজে ঝালমুড়ি বিক্রি! বিক্রেতার ‍‍`স্টাইল‍‍` চমকে দিল নেটিজেনদের

পরনে ধোপদুরস্ত প্যান্ট-শার্ট। গলায় বাঁধা টাই। দেখে মনে হচ্ছে কোনও কর্পোরেট সংস্থায় উচ্চপদস্থ তিনি৷ কিন্তু আদতেই তা নয়! তিনি আসলে এক ঝালমুড়ি বিক্রেতা। এমন ‍‍`কর্পোরেট লুক‍‍`-এই নিজেকে সাজিয়ে ঝালমুড়ি, ভেলপুরি ইত্যাদি বিক্রি করছেন। কারণ, সবটাই মার্কেটিং স্ট্র‍্যাটেজি।

আজকাল মার্কেটিংয়ের যুগ। এই যুগে যার মার্কেটিং যত ভালো, তার ব্যবসাও এগোয় ততই গড়গড়িয়ে। ঠিক এই কারণেই বড় বড় সংস্থাগুলি মার্কেটিংয়ের পিছনে লাখ-লাখ টাকা ঢালে, যাতে তাদের প্রোডাক্ট ক্রেতাদের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে। আর এই মার্কেটিংয়ের জন্য নানা অভিনব উপায়ও বের করে ফেলে সংস্থাগুলি।

তবে ছোট-খাটো ব্যবসায়ীদের পক্ষে তো আর মার্কেটিংয়ের পিছনে এত টাকা খরচ করা সম্ভব নয়! ফলে মার্কেটিংয়ের জন্য অন্য পথ বাছতে হয় তাদের। সেরকমই একজন হলেন এই ঝালমুড়ি বিক্রেতা।

সম্প্রতি এই ঝালমুড়ি বিক্রেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @thehalalbengali-এ একটি পোস্ট করা হয়েছিল ভিডিওটি৷ যেখানে ওই বিক্রেতাকে ব্যবসা প্রচারের অভিনব কৌশলে সামিল হতে দেখা গিয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, ঝালমুড়ি বিক্রেতা প্যান্ট-শার্ট ও টাই পরে রাস্তার পাশে একটি ছোট স্টল বসে। একজন ঝালমুড়ি বিক্রেতা হলেও তার পোশাকটি খুবই চমকপ্রদ। কোনও কর্পোরেট সংস্থার কর্মীর মতই নিজেকে ‍‍`ভিন্ন‍‍` রূপে সাজিয়ে ঝালমুড়ি বিক্রি করছেন তিনি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে উঠেছে ইতিমধ্যেই। নেটিজেনরা অনেকেই এই ঝালমুড়ি বিক্রেতার ব্যবসায়িক বুদ্ধির তারিফ করার পাশাপাশি তাঁকে নানা মজাদার নামও দিয়েছেন। আবার কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‍‍`ঝালমুড়ির বিষয়ে কোন অভিযোগ থাকলে কি তাহলে ইমেলের মারফত নিশ্চয় অভিযোগ জানানো হবে?‍‍` সবমিলিয়ে ভিডিওটি যে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি মনও কেড়ে নিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন