সোশ্যাল মাধ্যমে এমন এক জায়গা যেখানে হরহামেশাই ভাইরাল হয় একাধিক ঘটনার ভিডিও। যে গুলির মধ্যে কোনোটা আনন্দ দেয়, কোনোটা অবাক করে, কোন ঘটনা আশ্চর্যচকিত করে আবার বিস্মিত করে! কিছু আবার ভয়ও ধরায়! আর এইসব ভিডিও জনমানসে বেশ জনপ্রিয়ও হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে পাহাড়ের সরু রাস্তায় এক গাড়িচালক অদ্ভুত দক্ষতায় গাড়ি ইউটার্ন নিচ্ছে। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একদিকে পাহাড় অন্যদিকে গভীর খাদ এই পরিস্থিতিতে গাড়ি চালক নিখুঁত দক্ষতায় গাড়িটিকে ঘোরাচ্ছেন। আর তাঁর গাড়ি ঘোরানোর ভিডিও দেখে ভয় কাঁটা নেট দুনিয়া! এই বোধহয় পড়ে গেল গাড়িটা! কিন্তু না গাড়ি চালকের দক্ষতা যেন কিছুটা আলাদাই। তিনি সফল ভাবেই ওই বিপদজনক রাস্তায় গাড়িটিকে ঘুরিয়ে নিয়েছেন।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গেছে, নীল রঙের একটি গাড়ি খুব সন্তর্পনে ইউটার্ন নিচ্ছে। একদিকে বিশাল পাহাড় পাশেই গভীর খাদ, একটু উনিশ বিশ হলেই গাড়ি সোজা গিয়ে পড়বে গভীর খাদে! আর সেখানে পড়লে প্রাণ যে বাঁচবে না তা সবারই জানা। ওই রকম পরিস্থিতিতে পড়লে যে কারোরই চোখে সর্ষেফুল দেখার মতো অবস্থা হওয়ার কথা। কিন্তু ওই ড্রাইভারের স্নায়ুর জোর বোধহয় অন্য সবার থেকে একটু বেশিই। তাই ঐরকম রাস্তাতেও সফলভাবে গাড়ি ঘুরিয়ে নিয়ে তিনি যেভাবে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন তা দেখে স্তব্ধ নেটদুনিয়া।
প্রসঙ্গত, এইরকম অসীম দক্ষতায় গাড়ি ঘোরানোর ভিডিও দেখে একদিকে যেমন নেট জনতা তাঁর প্রশংসা করছেন, অন্যদিকে আবার ঝুঁকিপূর্ণ রাস্তায় জীবনের বাজি রাখার জন্য কেউ কেউ তাঁকে দোষারোপও করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড হওয়ার পর তা কয়েক লক্ষ নেটজনতা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। কেউ কেউ আবার এই ভিডিওটিকে ফেক ভিডিও বলেও দাবি করেছেন। মনের জোর যদি থাকে তাহলে এই ভাইরাল ভিডিওটি দেখুন-