বিশ্বের চতুর্থ বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক হল, ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন দেশের প্রায় লক্ষাধিক মানুষের কাছে সফরের অন্যতম ভরসা এই রেলপথ। এদিকে রেলপথে যাতায়াতের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে রেলস্টেশন৷ কারণ ট্রেনগুলি এই রেলস্টেশনেই স্টপেজ দেয়৷ সেখান থেকে ট্রেনে উঠতে পারেন যাত্রী৷
বর্তমানে দেশে রেলস্টেশনের সংখ্যা প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি। আর সাধারণত এই প্রতিটি স্টেশনেরই কোনও না কোনও নাম রয়েছে। দেশে যে সকল রেলস্টেশন রয়েছে তার মধ্যে অনেক রেল স্টেশনের অনেক নাম বেশ মজাদার। কিছু স্টেশনের নাম ছোটখাটো আবার অনেক রেলস্টেশনের নাম তুলনামূলক বড়। তবে এটা জানেন কি যে, আমাদের এই দেশেই রয়েছে এমন এক রেলস্টেশন যার নাম উচ্চারণ করতে কালঘাম ছুটতে যেতে পারে!
ই-রেল ডট ইনের একটি ব্লগ থেকে জানা গিয়েছেে এই স্টেশনের নাম। স্টেশনটির নাম কি জানেন? উচ্চারণ করতে গেলে হিমশিম খেতেই হবে। স্টেশনটির নাম হচ্ছে, ভেঙ্কটানারসিমহারাজুভারিপেতা। ইংরেজিতে Venkatanarasimharajuvaripeta। এই রেলস্টেশনটির নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ২৮ টি ইংরেজি অক্ষর। নামটি ভেঙে ভেঙে উচ্চারণ করলে হবে, Venkata - অর্থাৎ ভেঙ্কট, তারপর দ্বিতীয় শব্দ narasimha - নরসিমহা, এর পর তৃতীয় শব্দ raju - রাজু, এর পর শেষ শব্দ, varipeta - ভারিপেতা৷ অর্থাৎ পুরো স্টেশনের নাম ভেঙ্কটনরসিমহারাজুভারিপেতা৷
শুনেই বোঝা যাচ্ছে এটি দক্ষিণ ভারতের একটি স্টেশন। সাধারণত দক্ষিণ ভারতের যে সকল রেলস্টেশন রয়েছে সেগুলির নাম দেশের অন্যান্য জায়গার রেলস্টেশনের নামের তুলনায় বেশ বড়। আর এই স্টেশনের নামটি ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনের নামের মধ্যে বৃহত্তম বলেও দাবি করা হয়৷
এবার প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের কোথায় অবস্থিত এই রেলস্টেশন? দেশের সবচেয়ে বড় নামের এই রেলস্টেশনটির দেখা মিলবে অন্ধ্রপ্রদেশে। তামিলনাড়ুর সীমান্তের খুব কাছে অবস্থিত এই রেলস্টেশনটি। এখানে মূলত স্থানীয় লোকাল ট্রেন কিছু দাঁড়ায়, তবে মেল বা এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না৷ তবে এই স্টেশনের খ্যতি এর নামকরণের জন্যই। এত বড় নামের রেলস্টেশন ভারতে আর কোথাও নেই। এমন বিশালাকৃতির নামের রেল স্টেশন দেশে এই একটিই।