1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

আর লাগবে না ATM কার্ড! Gpay, PhonePe-র মাধ্যমেই তোলা যাবে নগদ টাকা, কীভাবে?

মৌসুমী মোদক

জুন ৯, ২০২২, ০৭:২৯ পিএম

আর লাগবে না ATM কার্ড! Gpay, PhonePe-র মাধ্যমেই তোলা যাবে নগদ টাকা, কীভাবে? / প্রতীকী ছবি

সাধারণত ATM থেকে নগদ টাকা তুলতে গেলেই কার্ডের প্রয়োজন হয়। তবে এবার কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা যাবে। এটিএম পরিষেবাকে আরও সুবিধাজনক করে তুলতে উঠে পড়ে লেগেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। মূলত প্রতারণা রুখতেই কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলার সুবিধা আনছে কেন্দ্রীয় এই ব্যাঙ্ক। RBI-এর তরফ থেকে ইতিমধ্যে এও জানিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রতিটি ব্যাঙ্কই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলার ক্ষেত্রে এক বড় সুবিধা হল, এই ধরনের লেনদেনের ক্ষেত্রে কার্ড সঙ্গে না থাকার ফলে নানা ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা মিলবে৷ এছাড়াও এটিএমে কার্ড না ব্যবহার করার জন্য কার্ডের তথ্যও চুরি করা সম্ভব হবে না। কার্ড স্কিমিং বা ক্লোনিংও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই পদ্ধতি চালু হয়ে গেল আপনার অর্থ আরও সুরক্ষিত থাকবে।

কিন্তু কার্ড ছাড়াই কীভাবে টাকা তোলা যাবে? RBI-এর তরফ্ব এটিএম পরিষেবাকে এবার ইউপিআই ভিত্তিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, নয়া পদ্ধতিতে Gpay, PhonePe-র মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করেই  ATM কাউন্টার থেকে নগদ তুলতে পারবেন গ্রাহকরা।

NCR কর্পোরেশন সুত্রে জানা গিয়েছে, বর্তমানে দেশের প্রতিটি এটিএম মেশিন আপগ্রেড করা হচ্ছে। আর তা হলেই খুব তাড়াতাড়ি দেশের প্রতিটি প্রান্তে প্রথম চালু হবে কার্ডলেস এটিএম পরিষেবা। এই পদ্ধতিতে ফোনে Gpay, PhonePe জাতীয় অ্যাপ থাকলেই তা ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে।

এবার জেনে নেওয়া যাক এই পদ্ধতিতে কীভাবে টাকা তোলা যাবে?
১.এই পদ্ধতি চালু হলে গেলে যে যে এটিএম কাউন্টারে ইউপিআই সিস্টেম যুক্ত থাকে সেখানে গিয়ে ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন। এর জন্য এটিএমে গিয়ে প্রথমে ব্যাঙ্কিং এবং তারপর ক্যাশ উইথড্রল অপশন বেছে নিতে হবে। 
২. এবার স্ক্যান করার জন্য একটি কিউআর কোড আসবে। গ্রাহককে নিজেদের ফোনে থাকা নির্দিষ্ট ইউপিআই অ্যাপ খুলে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে।
৩. কিউআর কোড স্ক্যান করার পর কত টাকা তুলতে চাইছেন তা লিখে ইউপিআই পিন দিতে হবে। তাহলেই টাকা তুলতে পারবেন। আপাতত এই নতুন পদ্ধতি চালু হলে  প্রাথমিকভাবে সর্বাধিক ৫০০০ টাকা তোলা যাবে বলেই জানা গিয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন