WABetainfo-এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে নতুন এই ফিচার। মেটার এই প্লাটফর্ম WhatsApp তাদের নতুন ফিচার নিয়ে আসতে চলেছে।
WhatsApp-এর নতুন এই ফিচার প্রথমে চালু করা হতে পারে অ্যান্ড্রয়েডের WhatsApp বিটা ইউজারদের জন্য। অর্থাৎ খুব তাড়াতাড়ি WhatsApp লঞ্চ করতে চলেছে তাদের নতুন এই ফিচার। WhatsApp স্টেটাস ফিচার দেখতে অনেকটাই Instagram-এর স্টোরি ফিচারের মত হবে। যেখানে WhatsApp এর ইউজাররা নিজেদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন, যা ২৪ ঘন্টা অবধি দেখা যাবে।
WhatsApp-এর নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অন্যদের স্টেটাস দেখতে পাবেন, চ্যাট লিস্টে থাকা অন্যদের প্রোফাইল আইকনে ক্লিক করে। Instagram-এ এই ফিচার অনেক আগে থেকেই রয়েছে। এখন Instagram-এর মতো একই ধরনের ফিচার WhatsApp খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে।
WhatsApp মাঝে মধ্যেই নিয়ে আসে নানান ফিচার। এর মধ্যে রয়েছে তিনটি প্রাইভেসি ফিচার। এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে ইউজাররা WhatsApp-এর অনলাইন স্টেটাস অন্যদের থেকে লুকিয়ে রাখতে পারবেন এবং অন্যকে না জানিয়েই যে কোনও গ্রুপ থেকে বাইরে বেরিয়ে যেতে পারবেন।