সাধারানত এতদিন আমরা দেখে এসেছি বেশিরভাগ টেলিকম সংস্থাই ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন বা ২৬ দিন এই ধরনের প্ল্যান গ্রাহকদের দিয়ে থাকে। সেই সংক্রান্ত নানান অভিযোগের পর অবশেষে ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিয়েছিল ট্রাই, তারপর সেই নির্দেশ মেনেই Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থাটি নয়া দুই রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছিল। কিন্তু এখন সেই দুটি নতুন রিচার্জ প্ল্যানেই থেমে থাকল না এই টেলিকম সংস্থা। আরও দুটি নতুন রিচার্জ প্ল্যান যুক্ত করলো তাদের প্ল্যানের তালিকায়। যার ফলে এখন তাদের ৩০ ও ৩১ দিনের মোট রিচার্জ প্ল্যানের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ৪ টি।
দেখা গিয়েছিল এর আগে এই টেলিকম সংস্থা ৩০ ও ৩১ দিনের যে দুটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছিল সেই দুটি রিচার্জ প্ল্যান ছিল ৩২৭ এবং ৩৩৭ টাকা মূল্যের। আর এখন তাঁরা যে দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে সেই দুটি রিচার্জ প্ল্যান হল ১০৭ এবং ১১১ টাকার। এখন নতুন এই দুটি রিচার্জ প্ল্যানে টেলিকম সংস্থা গ্রাহকদের কি কি সুবিধা দিচ্ছে দেখে নেওয়া যাক।
১০৭ টাকার প্ল্যান : এই রিচার্জ প্ল্যান ব্যবহার করলে ভোডাফোন আইডিয়া গ্রাহকরা ১০৭ টাকা টকটাইম পাবেন। এর ভ্যালিডিটি হবে মোট ৩০ দিন। একইসাথে এই রিচার্জ প্ল্যানে রয়েছে যে কোন নেটওয়ার্কে ১ পয়সা প্রতি সেকেন্ড হিসেবে কল করার সুবিধা। সাথে পাবেন ২০০ এমবি ডেটা। তবে এই রিচার্জ প্ল্যানে আলাদা করে কোনও আউটগোয়িং এসএমএস-এর সুবিধা থাকছে না।
১১১ টাকা : ১০৭ টাকার মতোই একই সুবিধা পেয়ে যাবেন এই ১১১ টাকার রিচার্জ প্ল্যানে। তবে এই রিচার্জটির বৈধতা পেয়ে যাবেন ৩১ দিন সাথে এতে টকটাইম দেওয়া হচ্ছে ১১১ টাকা।
প্রসঙ্গত বলে রাখি এই একই সুবিধা ভোডাফোনের পুরাতন একটি রিচার্জ প্ল্যান ৯৯ টাকায় পাওয়া যায়। অর্থাৎ ৯৯ টাকার রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে থাকেন ৯৯ টাকা টকটাইম এবং যে কোন নেটওয়ার্কে এক পয়সা প্রতি সেকেন্ড হিসাবে কল করার সুবিধা, এই প্ল্যানেও কোনরকম এসএমএস করার সুবিধা দেওয়া হয়না এবং এর ভ্যালিডিটি থাকে ২৮ দিন।