বর্তমানে মানুষ ক্যাশ টাকার থেকে অনেক বেশি ব্যবহার করছে upi। কারণ এটি যেমন খুব সহজ পেমেন্ট পদ্ধতি তেমনই সমস্ত জায়গায় উপলব্ধ হয়ে গিয়েছে। একইভাবে ব্যাবহার বাড়ার সাথে সাথে জালিয়াতির পরিমাণও বেড়ে চলেছে। গত এক মাসে ৬১ হাজার অভিযোগ জমা পড়েছে। ইউপিআই পেমেন্ট-এ জালিয়াতির পরিমাণ দেখে আশ্চর্য সরকার।
তাই আপনার যদি ঘন ঘন ইউপিআই পেমেন্ট করার অভ্যেস থাকে তা হলে এখনই সাবধান হয়ে যান। কারণ আপনিও হতে পারেন জালিয়াতির শিকার। কেন্দ্রীয় সরকার মনে করছে, এই ধরণের জালিয়াতির সংখ্যা বাস্তবে আরও বেশি হবে। আরও অনেক জালিয়াতি হয় যেগুলো নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন না মানুষজন।
একটি সমীক্ষায় দেখা গেছে গত এক মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) জালিয়াতি হয়েছে প্রায় ৩৩ হাজার ৭১২টি। এছাড়াও বাকি অভিযোগগুলি ডেবিট বা ক্রেডিট কার্ড বা মোবাইল ফোনের সিম কার্ড সংক্রান্ত।
অন্যদিকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও জালিয়াতির সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। প্রতারকরা নানান উপায়ে ভয়েস ফিশিং কল করে বা মেসেজের মাধ্যমে ফাঁদ পেতেছেন। তার ফলে বঞ্চনার শিকার হয়েছে অনেক মানুষ।
- TAGS
- Upi
- money
- fraud
- transaction
- new fraud