1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

গরমের সময় বিদ্যুৎ বিলে নাজেহাল? এই নিয়মগুলি মেনে চলুন বিল আসবে অর্ধেক এরও কম

সৌভিক বেজ

জুন ৭, ২০২২, ১১:৪৬ পিএম

গরমের সময় বিদ্যুৎ বিলে নাজেহাল? এই নিয়মগুলি মেনে চলুন বিল আসবে অর্ধেক এরও কম

শীতকালে বিল কম আসে কিন্তু গরমকালে ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিনের ব্যবহার অনেক বেশি হয়৷ যে কারণে বেশি আসে বিদ্যুতের বিল৷ আর এই সময়ে বিল দিতে দিতে হয়ে যায় পকেট ফাঁকা ৷ মেনে চলুন এই টিপসগুলি তাহলে বিদ্যুতের বিল ৫০ শতাংশ পর্যন্ত কম আসবে ৷

যে কোনো ইলেক্ট্রিক সরঞ্জাম ব্যাবহারে সতর্ক থাকতে হবে, যতটা পারবেন কম ব্যাবহার করুন বৈদ্যুতিক সরঞ্জাম৷ এছাড়া ভারত সরকারের সোলার প্যানেল বা সৌরশক্তির প্যানেল ব্যাবহার করতে পারেন৷ আপনার বাড়ির ছাদে যদি ৩০ দিনই সূর্যের আলো পাওয়া যায় তাহলে বাড়ির ছাদে এই সৌরশক্তির প্যানেল বসিয়ে নিতে পারেন৷ এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যা বিদ্যুতের বিল কমিয়ে দেবে অনেকটাই৷

তাছাড়া ঘরে এলইডি লাইট ব্যবহার করলে কম বিদ্যুৎ খরচ হবে একই সঙ্গে আলোর বিচ্ছুরণও বেশি হয়। যে সমস্ত অ্যাপলাইয়েন্সও কিনবেন তা যেন ফাইভ স্টার রেটিং-এর হয় তা দেখে নেবেন৷ ইপারেড সেন্সর, মোশন সেন্সর ও ডিমারের ব্যবহার করলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হয়৷ গ্রীষ্মকালে সাধারণত সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের ব্যবহার হয়ে থাকে, পারলে যে কোনো একটি ব্যাবহার করুন।

যদি বাড়িতে এসি ব্যবহার করেন তাহলে প্রতি ঘণ্টায় ১০ টাকা করে বিদ্যুতের জন্য খরচ হবে ৷ এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য ২৫ ডিগ্রিতে সেভ করতে হবে ৷ এতে কমবে বিদ্যুতের খরচ ৷ একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে ঘরে এসি চলছে সেই ঘর সবসময় বন্ধ রাখতে হবে।

আর ফ্রিজের উপরে কখনই মাক্রোওভেন রাখবেন না এতে বিদ্যুতের খরচ বেশি হবে ৷ ফ্রিজকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন ও খাবার ঠান্ডা করে তবেই ফ্রিজে ঢোকাবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন