শীতকালে বিল কম আসে কিন্তু গরমকালে ফ্রিজ, কুলার, ওয়াশিং মেশিনের ব্যবহার অনেক বেশি হয়৷ যে কারণে বেশি আসে বিদ্যুতের বিল৷ আর এই সময়ে বিল দিতে দিতে হয়ে যায় পকেট ফাঁকা ৷ মেনে চলুন এই টিপসগুলি তাহলে বিদ্যুতের বিল ৫০ শতাংশ পর্যন্ত কম আসবে ৷
যে কোনো ইলেক্ট্রিক সরঞ্জাম ব্যাবহারে সতর্ক থাকতে হবে, যতটা পারবেন কম ব্যাবহার করুন বৈদ্যুতিক সরঞ্জাম৷ এছাড়া ভারত সরকারের সোলার প্যানেল বা সৌরশক্তির প্যানেল ব্যাবহার করতে পারেন৷ আপনার বাড়ির ছাদে যদি ৩০ দিনই সূর্যের আলো পাওয়া যায় তাহলে বাড়ির ছাদে এই সৌরশক্তির প্যানেল বসিয়ে নিতে পারেন৷ এটি একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যা বিদ্যুতের বিল কমিয়ে দেবে অনেকটাই৷
তাছাড়া ঘরে এলইডি লাইট ব্যবহার করলে কম বিদ্যুৎ খরচ হবে একই সঙ্গে আলোর বিচ্ছুরণও বেশি হয়। যে সমস্ত অ্যাপলাইয়েন্সও কিনবেন তা যেন ফাইভ স্টার রেটিং-এর হয় তা দেখে নেবেন৷ ইপারেড সেন্সর, মোশন সেন্সর ও ডিমারের ব্যবহার করলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হয়৷ গ্রীষ্মকালে সাধারণত সিলিং ফ্যান ও টেবিল ফ্যানের ব্যবহার হয়ে থাকে, পারলে যে কোনো একটি ব্যাবহার করুন।
যদি বাড়িতে এসি ব্যবহার করেন তাহলে প্রতি ঘণ্টায় ১০ টাকা করে বিদ্যুতের জন্য খরচ হবে ৷ এয়ার কন্ডিশনার ব্যবহারের জন্য ২৫ ডিগ্রিতে সেভ করতে হবে ৷ এতে কমবে বিদ্যুতের খরচ ৷ একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে ঘরে এসি চলছে সেই ঘর সবসময় বন্ধ রাখতে হবে।
আর ফ্রিজের উপরে কখনই মাক্রোওভেন রাখবেন না এতে বিদ্যুতের খরচ বেশি হবে ৷ ফ্রিজকে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন ও খাবার ঠান্ডা করে তবেই ফ্রিজে ঢোকাবেন।
- TAGS
- Bill
- electric bill
- fridge
- ac
- summer time