আর কিছুদিনের মধ্যেই 5g সার্ভিস চালু হতে চলেছে।ভারতের বিভিন্ন টেলিকম অপারেটর যেমন Jio, Airtel এবং Vi খুব তাড়াতাড়ি চালু করতে চলেছে তাদের 5G সার্ভিস। কয়েকটি রিপোর্ট অনুযায়ী Jio এবং Airtel তাদের 5G সার্ভিস লঞ্চ করতে চলেছে এই মাসেই। কিন্তু আপনার ফোনটি 5g সাপোর্ট করে কিনা কিভাবে বুঝবেন দেখে নিন-
রইল সেই পদ্ধতি- সবার প্রথমে নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সেটিং অপশন খুলতে হবে। সেটিং অপশন খোলার পর ওয়াইফাই এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করতে হবে।
সিম এবং নেটওয়ার্ক অপশনে ক্লিক করলেই দেখা যাবে সেই ফোনে কোন নেটওয়ার্ক সাপোর্ট করবে। সেখানেই দেখা যাবে সেই ফোন 4G সাপোর্ট যুক্ত না 5G সাপোট যুক্ত। সেই ফোন যদি 5G সাপোর্ট যুক্ত হয়, তাহলে সেখানে লেখা থাকবে 2G, 3G, 4G এবং 5G।
কিন্তু সেই ফোনে যদি 5G নেটওয়ার্ক সাপোর্ট না করে, তাহলে ইউজারদের 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন কিনতে হবে। বর্তমানে ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের 5G সাপোর্ট যুক্ত স্মার্টফোন নিয়ে এসেছে চাইলে এখনই আপগ্রেড করে নিতে পারেন।