বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে কোনো কিছুই অসম্ভব নয়। এখন মোবাইলের সাহায্যেই ব্যাঙ্কিং এর কাজ হয়ে থাকে। ফোন চুরি হলে বা হারিয়ে গেলে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য বা অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশনের ব্যবহার আটকানোর জন্য, আপনি ইউপিআই অ্যাকাউন্টটি বন্ধ করে দিন খুব সহজেই। কিভাবে করবেন দেখে নিন-
ফোন চুরি হলে বা হারিয়ে গেলে, প্রথমে আপনার মোবাইল নেটওয়ার্কের কাস্টমার কেয়ারে কল করুন এবং অবিলম্বে আপনার মোবাইল নম্বর এবং সিম ব্লক করার জন্য অনুরোধ করুন। এতে, আপনার মোবাইল নম্বর ব্যবহার করে কেউ নতুন করে ইউপিআই পিন তৈরি করতে পারবে না।
সিম ব্লক করার জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে পুরো নাম, বিলিং অ্যাড্রেস, শেষ রিচার্জের বিবরণ, ইমেল আইডি ইত্যাদি তথ্য প্রদান করলেই হয়ে যাবে।
এরপর, ব্যাংকের হেল্পলাইন নম্বরে কল করুন এবং তাদের আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করতে এবং ইউপিআই পরিষেবাগুলি বন্ধ করে দিতে বলুন৷
এই কাজগুলি করলেই সুরক্ষিত থাকবে আপনার একাউন্ট। তবে একইসাথে পুলিশ স্টেশনে গিয়ে মোবাইল বা সিম হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ করতে ভুলবেন না যেন।