1. প্রথম পাতা
  2. কলকাতা
  3. রাজ্য
  4. রাজনীতি
  5. অপরাধ
  6. দেশ
  7. আন্তর্জাতিক
  8. খেলা
  9. কর্ম সন্ধান
  10. বিনোদন
  11. ব্যবসা বাণিজ্য
  12. টেক নিউজ
  13. লাইফস্টাইল
  14. ভাইরাল
  15. আবহাওয়া
  16. রাশিফল

Email ভুল সেন্ড হয়ে গেছে! খুব সহজেই পারবেন Unsend করতে, রইল পদ্ধতি

সৌভিক বেজ

নভেম্বর ১৫, ২০২২, ১১:৩৩ পিএম

Email ভুল সেন্ড হয়ে গেছে! খুব সহজেই পারবেন Unsend করতে, রইল পদ্ধতি

ভুলবশত কোনও মেল পাঠিয়ে দিলে তৎক্ষণাৎ সেটির স্টেটাস পরিবর্তন করা যাবে। অর্থাৎ জিমেলে মেল পাঠিয়ে দিয়েও সেটি আনসেন্ড করা যাবে সহজেই। যে কারণে এর মাধ্যমে জিমেলের ইউজারদের বিশাল সুবিধা হবে। ভুল করে অন্যদের মেল পাঠিয়ে দিলেও, সেটি আনসেন্ড করা যাবে। কিন্তু, এর জন্য একটি বিষয় নজরে রাখা প্রয়োজন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটি করতে হবে। 

এর জন্য সবার প্রথমে জিমেল ওপেন করুন। এরপর See All Settings-এ ক্লিক করতে হবে। এই অপশনটি রয়েছে সেটিংস সেকশনের ডান দিকের ওপরে। এখানে নিজেদের পছন্দ অনুযায়ী বাতিল করার সময় বেছে নিতে হবে। ৫,১০,২০ অথবা ৩০ সেকেন্ড থেকে যে কোনও একটি অপশন বেছে নিতে হবে। 

এই ক্ষেত্রে সবসময় মনে রাখা প্রয়োজন যে, এখানে যে সময় বেছে নেওয়া হবে, সেই সময়ের মধ্যেই প্রক্রিয়াটি করতে হবে। অর্থাৎ ভুল করে অন্য কাউকে মেল পাঠিয়ে দিলে, এই নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটি আনসেন্ড করতে হবে।

এরপর Save Changes অপশনে ক্লিক করতে হবে। একবার মেল সেন্ড করা হয়ে গেলে, সেখানে দুটি অপশন দেখা যাবে- Undo এবং View Message অপশন। পাঠাতে না চাইলে এরপর Undo অপশনে ক্লিক করতে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন