সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে দীর্ঘদিন ধরেই টেক্কা দিয়ে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। আর এই সকল বেসরকারি কোম্পানিগুলোকে হারিয়ে নিজের জায়গা তৈরি করে নিতে চায় এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। ঠিক এই কারণেই একের পর এক আকর্ষণীয় প্ল্যান নিয়ে উপস্থিত হচ্ছে বিএসএনএল।
BSNL নিয়ে এসেছে অনেকগুলি সস্তা প্ল্যান। সমস্ত প্ল্যানগুলি ব্যবহার করলে আপনারা পাবেন প্রতিদিন ৫ টাকারও কম খরচে আনলিমিটেড ভয়েস কল ও ডেটার সুবিধা। BSNL বরাবরই Reliance Jio, Airtel, Vodafone-Idea -এর থেকে অনেক কম খরচে প্লান নিয়ে আসে।
সর্বপ্রথম আসে BSNL এর ১৪৭ টাকা প্রিপেড প্ল্যান।
এই প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা ৩০ দিনের বৈধতা পাবেন। প্রতিদিন 5 টাকারও কম খরচ হবে এই প্লানটিতে। এই প্ল্যানে পাবেন ১০ GB হাই স্পিড ডেটা। এই ডেটা ব্যবহারের কোন সীমা থাকছে না। মানে আপনি যদি হাই স্পিড ডেটা শেষ করে ফেলেন তাও কম স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও BSNL Tunes ব্যাবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ১৪৭ টাকা প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল ভয়েস কল করার সুযোগ পাবেন।
এছাড়া একটি প্লান আছে ৭৯৭ টাকার। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ GB করে ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০ টি করে SMS। এই প্ল্যানে ৩৯৫ দিন বৈধতা থাকবে। অর্থাৎ এক রিচার্জে প্রায় ১৩ মাস ব্যবহার করতে পারবেন।