কয়েকদিন আগেই বেশ কয়েকবার ধাপে ধাপে Jio, Airtel,Vi এর তরফ থেকে প্ল্যানের দাম বাড়ানো হয়েছে ফলে প্রত্যেকটি গ্রাহককে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা করে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। কিন্তু নিজের প্ল্যান এর রেট নিয়ে অনড় BSNL। কারণ, এই কোম্পানির প্রতিটি প্ল্যানের খরচ বাড়ানো হয়নি সাথে আবার প্রতিটি প্ল্যানের জন্য অতিরিক্ত বেশ কিছু সুবিধাও যোগ করা হয়েছে।
সম্প্রতি BSNL বেশ কয়েকটি নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে অন্যতম হল ৭৯৭ টাকার প্ল্যানটি। এই প্ল্যানটি ব্যবহারকারীদের যেমন ফ্রি ডেটার সুবিধা দিচ্ছে তেমনই দিচ্ছে আনলিমিটেড ভয়েস কল এবং এবং ফ্রি SMS এর সুবিধা।
কি কি পাবেন BSNL এর ৭৯৭ প্ল্যানে- প্রথমেই বলে রাখি এই প্ল্যানটি ব্যবহার করলে আপনি বৈধতা পাবেন ৩৬৫ দিন অর্থাৎ এক বছর। BSNL-এর দেওয়া তথ্য অনুযায়ী এই প্ল্যান প্রতিদিন ২GB করে ডেটা ব্যবহারের সুবিধা দেবে। এছাড়াও দৈনিক ১০০টি করে SMS এবং সাথে আনলিমিটেড কল করারও সুবিধা দিচ্ছে।
তবে এখানে একটি সমস্যা হল, রিচার্জ করার 60 দিন পর বেশ কিছু পরিবর্তন ঘটবে এই প্ল্যানে। সেক্ষেত্রে আপনি আর প্রতিদিন ২GB করে ডেটা পাবেন না। অর্থাৎ রিচার্জ করার প্রথম ৬০ দিনই ২GB করে ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। এবং তারপর ডেটা স্পিড কমে যাবে ৮০ kbps এ। একইভাবে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও আর ৬০ দিন পর থেকে পাওয়া যাবে না। তবে প্ল্যানটি ব্যবহার করলে তার বৈধতা ৩৬৫ দিনই থাকবে।