অন্যান্য টেলিকম কোম্পানিরা যখন দাম বাড়িয়েই চলেছে সেই জায়গায় bsnl এর এই প্ল্যান সম্পর্কে জানলে আপনি অবাক হবেনই। BSNL -এর নিত্যনতুন সাশ্রয়ী প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের সম্পর্কে এখানে তো বলা হয়েই থাকে। এবার BSNL -এর এমন তিনটি প্ল্যানের ব্যাপারে আপনাদের অবহিত করবো, যেগুলি ৬০০ টাকারও কম মূল্যে ইউজারদের দৈনিক ৫ জিবি (GB) পর্যন্ত ডেটা সুবিধা প্রদান করবে।
৫৯৯ টাকার BSNL প্রিপেইড প্ল্যান: ৮৪ দিনের বৈধতা সহ উপলব্ধ ৫৯৯ টাকার বিএসএনএল প্ল্যানটি যারা অনেক বেশি পরিমাণ ডেটা খরচ করেন জন্য উপযুক্ত হতে পারে। এটি প্রাত্যহিক ৫ জিবি ডেটা প্রদান করবে। এত কম খরচে Airtel, Jio, Vi প্রভৃতি প্রাইভেট অপারেটরেরা পর্যন্ত ইউজারদের এতখানি ডেটা বেনিফিট প্রদান করেনা। ফলে BSNL -এর আলোচ্য প্ল্যানের সম সুবিধাযুক্ত প্ল্যান উপভোক্তারা বাজারে আর একটিও খুঁজে পাবেন না এটি নিশ্চিত।
উল্লেখ্য, ডেটা ছাড়াও এই প্ল্যান রিচার্জের ফলে দৈনিক ১০০ এসএমএস ও অফুরন্ত ভয়েস কল করার ফায়দা মিলবে। এছাড়া এই প্ল্যান নিঃশুল্ক ‘Zing’ সাবস্ক্রিপশন সহ বিদ্যমান। সর্বোপরি BSNL -এর আলোচ্য প্ল্যান বেছে নিলে গ্রাহকেরা প্রতিদিন রাত্রি ১২টা-ভোর ৫টা পর্যন্ত আনলিমিটেড ডেটা খরচ করতে পারবেন। এক্ষেত্রে তাদের কোনো এফইউপি সীমা মেনে চলতে হবেনা।